প্রযুক্তি ডেস্ক
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৬ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৯ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১০ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১১ ঘণ্টা আগে