অনিন্দ্য চৌধুরী অর্ণব
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৭ ঘণ্টা আগে