নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার।
সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল।
এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির।
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।
আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা।
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার।
আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার।
সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল।
এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির।
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।
আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা।
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
১ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
৮ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে