অনলাইন ডেস্ক
টুইটার যদি ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য না দেয়, তাহলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তিটি বাতিল করবেন বলে হুমকি দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টুইটারের প্রধান আইনি কর্মকর্তা বিজয়া গাড্ডেকে লেখা চিঠিতে বলা হয়েছে, তথ্য সরবরাহের যে প্রতিশ্রুতি ছিল, তা টুইটার রাখেনি। এটি নিয়ম ভঙ্গের শামিল। তাই ইলন মাস্ক যেকোনো সময় এই চুক্তি বাতিল করার অধিকার রাখেন।
তবে এখনই চুক্তি বাতিল করেননি ইলন মাস্ক। আপাতত চুক্তিটি স্থগিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে চুক্তি স্থগিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত টুইটার তার ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের কম রয়েছে বলে প্রমাণ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি এটি স্থগিত রাখবেন।
মাস্ক বলেছেন, টুইটারে কমপক্ষে ২০ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে গবেষকেরা অনুমান করছেন যে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ হতে পারে।
এদিকে টুইটার এক বিবৃতিতে বলেছে, মাস্ক চুক্তি থেকে সরে আসার পাঁয়তারা খুঁজছেন। চুক্তি অনুযায়ী টুইটার কর্তৃপক্ষ মাস্কের কাছে তথ্য সরবরাহ করছে এবং তা চালিয়ে যাবে। কিন্তু টুইটার তার মালিকানাসংক্রান্ত তথ্য সরবরাহ করতে পারে না।
ইলন মাস্ক টুইটার কিনবেন কি কিনবেন না, তা নিয়ে কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এদিকে টুইটার বেচাবিক্রির প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে টুইটারের একজন বিনিয়োগকারী উইলিয়াম হেরেসনিয়াক মামলা করেছেন ইলন মাস্ক ও খোদ টুইটারের বিরুদ্ধ।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:
টুইটার যদি ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য না দেয়, তাহলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তিটি বাতিল করবেন বলে হুমকি দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টুইটারের প্রধান আইনি কর্মকর্তা বিজয়া গাড্ডেকে লেখা চিঠিতে বলা হয়েছে, তথ্য সরবরাহের যে প্রতিশ্রুতি ছিল, তা টুইটার রাখেনি। এটি নিয়ম ভঙ্গের শামিল। তাই ইলন মাস্ক যেকোনো সময় এই চুক্তি বাতিল করার অধিকার রাখেন।
তবে এখনই চুক্তি বাতিল করেননি ইলন মাস্ক। আপাতত চুক্তিটি স্থগিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে চুক্তি স্থগিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত টুইটার তার ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের কম রয়েছে বলে প্রমাণ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি এটি স্থগিত রাখবেন।
মাস্ক বলেছেন, টুইটারে কমপক্ষে ২০ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে গবেষকেরা অনুমান করছেন যে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ৯ শতাংশ থেকে ১৫ শতাংশ হতে পারে।
এদিকে টুইটার এক বিবৃতিতে বলেছে, মাস্ক চুক্তি থেকে সরে আসার পাঁয়তারা খুঁজছেন। চুক্তি অনুযায়ী টুইটার কর্তৃপক্ষ মাস্কের কাছে তথ্য সরবরাহ করছে এবং তা চালিয়ে যাবে। কিন্তু টুইটার তার মালিকানাসংক্রান্ত তথ্য সরবরাহ করতে পারে না।
ইলন মাস্ক টুইটার কিনবেন কি কিনবেন না, তা নিয়ে কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এদিকে টুইটার বেচাবিক্রির প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে টুইটারের একজন বিনিয়োগকারী উইলিয়াম হেরেসনিয়াক মামলা করেছেন ইলন মাস্ক ও খোদ টুইটারের বিরুদ্ধ।
ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:
পড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
৪ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১ দিন আগে