শামীম সৈকত
প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবন যেমন বিস্ময়কর, তেমনি সেগুলো ব্যস্ত জীবনকে করে সহজ ও দুশ্চিন্তামুক্ত। এমনই একটি উদ্ভাবন ‘প্রহরী’। এর মাধ্যমে আপনার প্রিয় গাড়িটি সুরক্ষিত থাকবে সহজে। গাড়ির লাইভ ট্র্যাকিং, মাইলেজ রিপোর্টসহ প্রতিদিন একটি গাড়ির সব ধরনের রিপোর্ট পাওয়া যাবে প্রহরী থেকে।
প্রহরী কী
প্রহরী হচ্ছে দেশে তৈরি প্রথম ভেহিকল ট্র্যাকার। এর মাধ্যমে ড্রাইভার ও গাড়ির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। বাংলাদেশে ব্যবহৃত প্রায় সব ব্র্যান্ড ও মডেলের গাড়িতেই প্রহরী ব্যবহার করা যায় এবং সব জায়গা থেকে এটি ব্যবহার করা যায়।
প্রহরীর যত ফিচার
আপনার প্রিয় গাড়ির নিরাপত্তায় প্রহরী স্বল্পমূল্যে নিয়ে এসেছে অনন্য সব সেবা।
লাইভ ট্র্যাকিং
প্রহরীর লাইভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে গাড়িটি যেখানে থাকার কথা সেখানে আছে কি না, গন্তব্যে পৌঁছেছে কি না। এতে লাইভ দেখা যাবে গাড়ি কোথায় এবং কোন রুট ব্যবহার করছে।
ইঞ্জিন লক
চুরি হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে গাড়ির ইঞ্জিন অফ করে দেওয়া যাবে।
লাউড হর্ন
চোর গাড়ি চুরি করতে গেলেই লাউড হর্ন বেজে উঠবে।
এসি অন বা অফ নোটিফিকেশন
এসি কখন অন বা অফ করা হয়েছে, কতটুকু সময় চালানো হয়েছে, এসব তথ্য পাওয়া যাবে নোটিফিকেশনের মাধ্যমে।
মাইলেজ রিপোর্ট
গাড়ি কোন দিন কত কিলোমিটার চলেছে, একপলকে তা জানা যাবে মাইলেজ রিপোর্টে। এক বছরের মাইলেজ রিপোর্ট প্রহরীতে সংরক্ষণ থাকবে।
ফুয়েল মনিটরিং সিস্টেম
এর মাধ্যমে জানা যাবে, কোথায়, কতটুকু ফুয়েল বা তেল খরচ হয়েছে।
ডেইলি সামারি
সারা দিনে গাড়ি কোন পথে, কত পথ অতিক্রম করেছে, কতটুকু তেল খরচ হয়েছে, কতবার ইঞ্জিন অন বা অফ করা হয়েছে, এসি কতক্ষণ চালানো হয়েছে, এমনকি কোন দরজা কতবার খোলা হয়েছে—দিন শেষে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেবে প্রহরী।
ডেসটিনেশন অ্যালার্ট
আপনার সেট করে দেওয়া গন্তব্যে গাড়ি পৌঁছে গেছে কি না, তা অফিসে বা বাড়িতে বসে জানা যাবে এর মাধ্যমে।
ট্রাভেল হিস্টোরি মনিটরিং
গাড়ি কখন কোথায় আসা-যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করছে, তা এক ক্লিকেই মোবাইল ফোনে দেখা যাবে।
প্যানিক বাটন
ড্রাইভার যেকোনো ধরনের বিপদে পড়লে প্রহরীর দেওয়া প্যানিক বাটন আপনাকে সঙ্গে সঙ্গে সেটা জানতে সাহায্য করবে।
প্যাকেজ
অনেকেই নিজে গাড়ি চালান, কেউ আবার ড্রাইভার রাখেন। কিছু গাড়ি শুধু একজন ব্যবহার করেন, কিছু ব্যবহার করেন একাধিক মানুষ। ফ্লিট ম্যানেজারের ক্ষেত্রে সংখ্যাটা আবার কয়েক শ হতে পারে। ব্যবহারের এ ভিন্নতাকে বিবেচনায় রেখে লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এই চার ধরনের সুপার সেভার প্যাকেজ দিচ্ছে প্রহরী ভেহিকল ট্র্যাকার।
লাইট প্যাকেজ মূল্য ৪,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৪৫০ টাকা, বেসিক প্যাকেজ মূল্য ৬,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫০০ টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ মূল্য ৮,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫৯৯ টাকা, প্রিমিয়াম ১১,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৬৯৯ টাকা। তবে চাইলে প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়া যাবে।
তথ্যসূত্র: প্রহরী ডট কম
প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবন যেমন বিস্ময়কর, তেমনি সেগুলো ব্যস্ত জীবনকে করে সহজ ও দুশ্চিন্তামুক্ত। এমনই একটি উদ্ভাবন ‘প্রহরী’। এর মাধ্যমে আপনার প্রিয় গাড়িটি সুরক্ষিত থাকবে সহজে। গাড়ির লাইভ ট্র্যাকিং, মাইলেজ রিপোর্টসহ প্রতিদিন একটি গাড়ির সব ধরনের রিপোর্ট পাওয়া যাবে প্রহরী থেকে।
প্রহরী কী
প্রহরী হচ্ছে দেশে তৈরি প্রথম ভেহিকল ট্র্যাকার। এর মাধ্যমে ড্রাইভার ও গাড়ির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। বাংলাদেশে ব্যবহৃত প্রায় সব ব্র্যান্ড ও মডেলের গাড়িতেই প্রহরী ব্যবহার করা যায় এবং সব জায়গা থেকে এটি ব্যবহার করা যায়।
প্রহরীর যত ফিচার
আপনার প্রিয় গাড়ির নিরাপত্তায় প্রহরী স্বল্পমূল্যে নিয়ে এসেছে অনন্য সব সেবা।
লাইভ ট্র্যাকিং
প্রহরীর লাইভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে গাড়িটি যেখানে থাকার কথা সেখানে আছে কি না, গন্তব্যে পৌঁছেছে কি না। এতে লাইভ দেখা যাবে গাড়ি কোথায় এবং কোন রুট ব্যবহার করছে।
ইঞ্জিন লক
চুরি হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে গাড়ির ইঞ্জিন অফ করে দেওয়া যাবে।
লাউড হর্ন
চোর গাড়ি চুরি করতে গেলেই লাউড হর্ন বেজে উঠবে।
এসি অন বা অফ নোটিফিকেশন
এসি কখন অন বা অফ করা হয়েছে, কতটুকু সময় চালানো হয়েছে, এসব তথ্য পাওয়া যাবে নোটিফিকেশনের মাধ্যমে।
মাইলেজ রিপোর্ট
গাড়ি কোন দিন কত কিলোমিটার চলেছে, একপলকে তা জানা যাবে মাইলেজ রিপোর্টে। এক বছরের মাইলেজ রিপোর্ট প্রহরীতে সংরক্ষণ থাকবে।
ফুয়েল মনিটরিং সিস্টেম
এর মাধ্যমে জানা যাবে, কোথায়, কতটুকু ফুয়েল বা তেল খরচ হয়েছে।
ডেইলি সামারি
সারা দিনে গাড়ি কোন পথে, কত পথ অতিক্রম করেছে, কতটুকু তেল খরচ হয়েছে, কতবার ইঞ্জিন অন বা অফ করা হয়েছে, এসি কতক্ষণ চালানো হয়েছে, এমনকি কোন দরজা কতবার খোলা হয়েছে—দিন শেষে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেবে প্রহরী।
ডেসটিনেশন অ্যালার্ট
আপনার সেট করে দেওয়া গন্তব্যে গাড়ি পৌঁছে গেছে কি না, তা অফিসে বা বাড়িতে বসে জানা যাবে এর মাধ্যমে।
ট্রাভেল হিস্টোরি মনিটরিং
গাড়ি কখন কোথায় আসা-যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করছে, তা এক ক্লিকেই মোবাইল ফোনে দেখা যাবে।
প্যানিক বাটন
ড্রাইভার যেকোনো ধরনের বিপদে পড়লে প্রহরীর দেওয়া প্যানিক বাটন আপনাকে সঙ্গে সঙ্গে সেটা জানতে সাহায্য করবে।
প্যাকেজ
অনেকেই নিজে গাড়ি চালান, কেউ আবার ড্রাইভার রাখেন। কিছু গাড়ি শুধু একজন ব্যবহার করেন, কিছু ব্যবহার করেন একাধিক মানুষ। ফ্লিট ম্যানেজারের ক্ষেত্রে সংখ্যাটা আবার কয়েক শ হতে পারে। ব্যবহারের এ ভিন্নতাকে বিবেচনায় রেখে লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এই চার ধরনের সুপার সেভার প্যাকেজ দিচ্ছে প্রহরী ভেহিকল ট্র্যাকার।
লাইট প্যাকেজ মূল্য ৪,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৪৫০ টাকা, বেসিক প্যাকেজ মূল্য ৬,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫০০ টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ মূল্য ৮,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫৯৯ টাকা, প্রিমিয়াম ১১,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৬৯৯ টাকা। তবে চাইলে প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়া যাবে।
তথ্যসূত্র: প্রহরী ডট কম
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৮ ঘণ্টা আগে