অনলাইন ডেস্ক
ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সহজ করে বলতে গেলে দোকান খুলছে মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে মেটা স্টোর নামের এই দোকান আগামী ৯ মে থেকে চালু হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মেটা প্ল্যাটফর্ম স্থানীয় সময় বুধবার দোকানটির প্রাথমিক কিছু বর্ণনা দিয়েছে। দোকানে কাস্টমাররা সংস্থাটির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট পেয়ে যাবেন বলে জানা গেছে; যেমন রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ। আপনি চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। কিংবা মেটা স্টোরে গিয়ে সরাসরি কিনতে পারবেন এসব পণ্য।
মেটার প্রধান নির্বাহী মার্ক জ়াকারবার্গ বলেন, ‘আমাদের পণ্য মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই স্টোর খোলা হচ্ছে। মেটাভার্স বিশ্বের পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে এবং এর দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতে পারেন, তারও ইঙ্গিত মিলবে এই মেটা স্টোর থেকে।’
মেটা স্টোরের প্রধান মার্টিন গিলিয়ার্ড একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘কীভাবে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে মেটাভার্সের গেটওয়ে হয়ে উঠতে পারে, মানুষের সঙ্গে সেই সংযোগ তৈরি করতে সাহায্য করবে মেটা স্টোর।’
মেটা স্টোরের যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক মিকাহ কলিন্স বলেন, কোম্পানিটি অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা ব্যবহারকারীদের হেডসেট ছাড়াই পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাভাটারকে কনফারেন্সে যুক্ত করতে সক্ষম হবে।
কলিন্স আরও বলেন, ‘অনেক পণ্য এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মেটা স্টোর নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী।’
ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সহজ করে বলতে গেলে দোকান খুলছে মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে মেটা স্টোর নামের এই দোকান আগামী ৯ মে থেকে চালু হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মেটা প্ল্যাটফর্ম স্থানীয় সময় বুধবার দোকানটির প্রাথমিক কিছু বর্ণনা দিয়েছে। দোকানে কাস্টমাররা সংস্থাটির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট পেয়ে যাবেন বলে জানা গেছে; যেমন রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ। আপনি চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। কিংবা মেটা স্টোরে গিয়ে সরাসরি কিনতে পারবেন এসব পণ্য।
মেটার প্রধান নির্বাহী মার্ক জ়াকারবার্গ বলেন, ‘আমাদের পণ্য মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই স্টোর খোলা হচ্ছে। মেটাভার্স বিশ্বের পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে এবং এর দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতে পারেন, তারও ইঙ্গিত মিলবে এই মেটা স্টোর থেকে।’
মেটা স্টোরের প্রধান মার্টিন গিলিয়ার্ড একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘কীভাবে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে মেটাভার্সের গেটওয়ে হয়ে উঠতে পারে, মানুষের সঙ্গে সেই সংযোগ তৈরি করতে সাহায্য করবে মেটা স্টোর।’
মেটা স্টোরের যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক মিকাহ কলিন্স বলেন, কোম্পানিটি অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা ব্যবহারকারীদের হেডসেট ছাড়াই পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাভাটারকে কনফারেন্সে যুক্ত করতে সক্ষম হবে।
কলিন্স আরও বলেন, ‘অনেক পণ্য এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মেটা স্টোর নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী।’
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১০ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৩ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৪ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৫ ঘণ্টা আগে