অলকানন্দা রায়, ঢাকা
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৩ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৮ ঘণ্টা আগে