সাদাত হোসেন
‘ভূতের সিনেমা বা কোনো ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কের ইতিবাচক পরিবর্তন হয়।’ কথাটি বলেছিলেন যুক্তরাজ্যের এডিনবরার কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকোলজিস্ট ডক্টর ক্রিস্টেন নোলস। ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কে এন্ডোরফিন ও ডোপামিন নামে দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুই হরমোন মানবদেহে ব্যথানাশক হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি হরর বা ভৌতিক ফিল্মের অনুরাগী হন, তাহলে আপনি হরর গেমগুলো আরও বেশি পছন্দ করবেন।
রেসিডেন্ট ইভল
গেমটি প্লে-স্টেশনের জন্য প্রথম আনা হয় ১৯৯৬ সালে। হরর গেমগুলোর মধ্যে রেসিডেন্ট ইভল অন্যতম। ফ্র্যাঞ্চাইজিটি পরে অ্যাকশনভিত্তিক গেমও নিয়ে আসে। কিন্তু পরে আবার ভৌতিক গেম আনা শুরু করে। বিশেষ করে এর সর্বশেষ পর্ব রেসিডেন্ট ইভল ভিলেজ একটি বড় হিট।
ডেড স্পেস
রিডলি স্কটের এলিয়েন ইতিমধ্যে প্রমাণ করেছে যে এটি মহাজগৎ ও ভৌতিক উপাদানের দুর্দান্ত সমন্বয়। এই গেমটি প্রমাণ করেছে যে ভিডিও গেমের মাধ্যমে চলচ্চিত্রের চেয়ে বেশি গল্প তুলে ধরা যায়। এটিকে সর্বকালের শ্রেষ্ঠ গেমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট
সপ্তাহান্তের ছুটিতে খেলার জন্য সেরা গেম অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট। সারভাইভাল হরর গেমগুলো সাধারণত জীবিত থাকার বিষয়ে হয়। অ্যামনেশিয়াও সে রকমই একটি গেম। কিন্তু এ গেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, তা হলো সুস্থ থাকা। এই গেমটিও বেশ জনপ্রিয়।
আউটলাস্ট
২০১০ সালের বেশির ভাগ হরর গেম খেয়াল করলে দেখা যায় সেগুলো থার্ড পারসন ভিউ। আউটলাস্ট এমন একটি গেম, যা সেই সময় ফার্স্ট পারসন হিসেবে তৈরি করা হয়। এই হরর গেমে আপনি একজন সাংবাদিকের ভূমিকায় খেলার সুযোগ পাবেন।
‘ভূতের সিনেমা বা কোনো ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কের ইতিবাচক পরিবর্তন হয়।’ কথাটি বলেছিলেন যুক্তরাজ্যের এডিনবরার কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকোলজিস্ট ডক্টর ক্রিস্টেন নোলস। ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কে এন্ডোরফিন ও ডোপামিন নামে দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুই হরমোন মানবদেহে ব্যথানাশক হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি হরর বা ভৌতিক ফিল্মের অনুরাগী হন, তাহলে আপনি হরর গেমগুলো আরও বেশি পছন্দ করবেন।
রেসিডেন্ট ইভল
গেমটি প্লে-স্টেশনের জন্য প্রথম আনা হয় ১৯৯৬ সালে। হরর গেমগুলোর মধ্যে রেসিডেন্ট ইভল অন্যতম। ফ্র্যাঞ্চাইজিটি পরে অ্যাকশনভিত্তিক গেমও নিয়ে আসে। কিন্তু পরে আবার ভৌতিক গেম আনা শুরু করে। বিশেষ করে এর সর্বশেষ পর্ব রেসিডেন্ট ইভল ভিলেজ একটি বড় হিট।
ডেড স্পেস
রিডলি স্কটের এলিয়েন ইতিমধ্যে প্রমাণ করেছে যে এটি মহাজগৎ ও ভৌতিক উপাদানের দুর্দান্ত সমন্বয়। এই গেমটি প্রমাণ করেছে যে ভিডিও গেমের মাধ্যমে চলচ্চিত্রের চেয়ে বেশি গল্প তুলে ধরা যায়। এটিকে সর্বকালের শ্রেষ্ঠ গেমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট
সপ্তাহান্তের ছুটিতে খেলার জন্য সেরা গেম অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট। সারভাইভাল হরর গেমগুলো সাধারণত জীবিত থাকার বিষয়ে হয়। অ্যামনেশিয়াও সে রকমই একটি গেম। কিন্তু এ গেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, তা হলো সুস্থ থাকা। এই গেমটিও বেশ জনপ্রিয়।
আউটলাস্ট
২০১০ সালের বেশির ভাগ হরর গেম খেয়াল করলে দেখা যায় সেগুলো থার্ড পারসন ভিউ। আউটলাস্ট এমন একটি গেম, যা সেই সময় ফার্স্ট পারসন হিসেবে তৈরি করা হয়। এই হরর গেমে আপনি একজন সাংবাদিকের ভূমিকায় খেলার সুযোগ পাবেন।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৮ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
২১ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১ দিন আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১ দিন আগে