অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডকুমেন্ট ফিচার’ যুক্ত করছে ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম। ফিচারটির মাধ্যমে এআইকে নির্দেশনা দিলে অনলাইন মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা ডকুমেন্ট হিসেবে টুকে রাখবে প্ল্যাটফর্মটি। গত সোমবার (৫ জুলাই) ফিচারটি চালু করে কোম্পানিটি।
জুম ডকুমেন্ট বা ডকসের মাধ্যমে ব্যবহারকারীরা মিটিংয়ে সমস্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আরও সহজে ফাইল শেয়ার করতে পারবে। সেই সঙ্গে ফাইলগুলোতে বিভিন্ন বিষয় লিখতে বা সম্পাদনা করতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে।
গত বছর অনুষ্ঠিত বার্ষিক ‘জুমটপিয়া’ ইভেন্টের সময় এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। ডকুমেন্ট ফিচারটিতে জুমের এআই সহযোগীকে মিটিংয়ের তথ্য টুকে রাখতে, টেবিল ও চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে।
সেই সঙ্গে মিটিংয়ে নির্ধারিত কাজ ও প্রক্রিয়াগুলো অনুসরণ করতে সাহায্য করবে।
এক ব্লগ পোস্টে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, জুম ডকুমেন্ট হলো প্রথম জুম ওয়ার্ক প্লেস পণ্য যার জেনারেটিভ এআই একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে। এটি অনায়াসে জুম মিটিং থেকে তথ্যকে কার্যকরী নথি ও জ্ঞানের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারে। যাতে মিটিংয়ের সদস্যরা কাজে মনোনিবেশ করতে পারে।
তিনি আরও বলেন, জুম ওয়ারর্কপ্লেসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফিচারটি গ্রাহকদের কাছে আরও বেশি মূল্যবান। প্রতিটি কাজে এআই সহযোগী থাকবে এর মাধ্যমে জুম ডক্স মানুষকে ‘খুশি মনে কাজ’ করার ও তাদের দিনের সময় বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ডকুমেন্ট ফিচারের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দেবে জুম। কোম্পানিটি দুটি আগে থেকে তাদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়াইরড বলে, গুগল ওয়ার্কপ্লেসে ৩০০ কোটিরও বেশি ও মাইক্রোসফট টিমের ৩২ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
জুমের নতুন ফিচারটি ‘ওর্য়াকপ্লেস’ প্যাকেজে রয়েছে। এই প্যাকেজের জন্য প্রতি মাসে ১৪ থেকে ১৯ ডলার খরচ হয়। অপরদিকে মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ব্যবহারের জন্য প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হয় ও জেমিনি ব্যবহারের জন্য প্রতি মাসে যথাক্রমে ২০ থেকে ৩০ ডলার খরচ করতে হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, মাইক্রোসফট ও গুগলের ডকুমেন্ট ও এআই ফিচারের প্যাকেজে পরিবর্তন করে অনেকেই জুমের প্যাকেজ ব্যবহার করবেন। কারণ ইতিমধ্যে অনেকেই অফিসের মিটিংয়ের জন্য জুম ব্যবহার করেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডকুমেন্ট ফিচার’ যুক্ত করছে ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম। ফিচারটির মাধ্যমে এআইকে নির্দেশনা দিলে অনলাইন মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা ডকুমেন্ট হিসেবে টুকে রাখবে প্ল্যাটফর্মটি। গত সোমবার (৫ জুলাই) ফিচারটি চালু করে কোম্পানিটি।
জুম ডকুমেন্ট বা ডকসের মাধ্যমে ব্যবহারকারীরা মিটিংয়ে সমস্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আরও সহজে ফাইল শেয়ার করতে পারবে। সেই সঙ্গে ফাইলগুলোতে বিভিন্ন বিষয় লিখতে বা সম্পাদনা করতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে।
গত বছর অনুষ্ঠিত বার্ষিক ‘জুমটপিয়া’ ইভেন্টের সময় এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। ডকুমেন্ট ফিচারটিতে জুমের এআই সহযোগীকে মিটিংয়ের তথ্য টুকে রাখতে, টেবিল ও চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে।
সেই সঙ্গে মিটিংয়ে নির্ধারিত কাজ ও প্রক্রিয়াগুলো অনুসরণ করতে সাহায্য করবে।
এক ব্লগ পোস্টে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, জুম ডকুমেন্ট হলো প্রথম জুম ওয়ার্ক প্লেস পণ্য যার জেনারেটিভ এআই একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে। এটি অনায়াসে জুম মিটিং থেকে তথ্যকে কার্যকরী নথি ও জ্ঞানের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারে। যাতে মিটিংয়ের সদস্যরা কাজে মনোনিবেশ করতে পারে।
তিনি আরও বলেন, জুম ওয়ারর্কপ্লেসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফিচারটি গ্রাহকদের কাছে আরও বেশি মূল্যবান। প্রতিটি কাজে এআই সহযোগী থাকবে এর মাধ্যমে জুম ডক্স মানুষকে ‘খুশি মনে কাজ’ করার ও তাদের দিনের সময় বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ডকুমেন্ট ফিচারের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দেবে জুম। কোম্পানিটি দুটি আগে থেকে তাদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়াইরড বলে, গুগল ওয়ার্কপ্লেসে ৩০০ কোটিরও বেশি ও মাইক্রোসফট টিমের ৩২ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
জুমের নতুন ফিচারটি ‘ওর্য়াকপ্লেস’ প্যাকেজে রয়েছে। এই প্যাকেজের জন্য প্রতি মাসে ১৪ থেকে ১৯ ডলার খরচ হয়। অপরদিকে মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ব্যবহারের জন্য প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হয় ও জেমিনি ব্যবহারের জন্য প্রতি মাসে যথাক্রমে ২০ থেকে ৩০ ডলার খরচ করতে হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, মাইক্রোসফট ও গুগলের ডকুমেন্ট ও এআই ফিচারের প্যাকেজে পরিবর্তন করে অনেকেই জুমের প্যাকেজ ব্যবহার করবেন। কারণ ইতিমধ্যে অনেকেই অফিসের মিটিংয়ের জন্য জুম ব্যবহার করেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
১৩ মিনিট আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
৭ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে