প্রযুক্তি প্রতিবেদক
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৩ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৭ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৮ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৯ ঘণ্টা আগে