ফিচার ডেস্ক
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
মেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটা
১ ঘণ্টা আগেপ্রথম দেখায় পলিথিনের ব্যাগ ছাড়া কিছুই মনে হবে না। তাতে পানিও বহন করা যায় নিশ্চিন্তে, যেমন করা যায় পলিথিনে। কিন্তু পলিথিন না পচলেও এটি পচে যায় বলে পরিবেশের ক্ষতি করে না। এই ব্যাগ তৈরিতে পেট্রোলিয়াম নয়, ব্যবহার করা হয় ভুট্টার উপাদান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে
৩ ঘণ্টা আগেবর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষের সংখ্যা কম। অনেকের হাতে একাধিক স্মার্টফোনও রয়েছে। শুধু স্মার্টফোন থাকলেই হয় না, সেটির যত্নআত্তিও জানা থাকা চাই। তাহলে বেশি দিন ব্যবহার করা যাবে আপনার পছন্দের স্মার্টফোন।
৩ ঘণ্টা আগেদেশের আনাচকানাচে মেধাবী তরুণদের মনে উঁকি দিচ্ছে উদ্ভাবনী সব ধারণা। স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানে প্রচলিত ব্যবসায়িক ধারার বাইরে গিয়ে কিছু করতে চান তাঁদের অনেকে। কিন্তু প্রয়োজনীয় পরামর্শ, উপকরণ ও সুযোগের অভাবে ঝরে যায় সম্ভাবনাময় তরুণদের বড় অংশ।
৩ ঘণ্টা আগে