প্রযুক্তি ডেস্ক
মানুষের হয়ে এবার আদালতে মামলায় লড়ার প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ‘রোবট আইনজীবী’। আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলায় এক মক্কেলের পক্ষে আদালতে লড়বে বিশ্বের প্রথম রোবট আইনজীবী।
‘ডু-নট-পে’ নামের এই এআই রোবট তৈরি করেছেন ব্রিটিশ-মার্কিন উদ্যোক্তা জোশুয়া ব্রাউডার। ‘ডু-নট-পে’ মূলত একটি আইনি পরিষেবাসংক্রান্ত চ্যাটবট। ২০১৫ সালে এটি উন্মোচন করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জোশুয়া ব্রাউডার বলেন, রোবটের এই কাজ চলবে স্মার্টফোনেই। রিয়েল টাইমে আদালতে শুনানি শোনার পর হেডফোনের মাধ্যমে নিজের মক্কেলকে আইনি পরামর্শ দেবে এই রোবট আইনজীবী। আদালতে শুনানির সময় মক্কেল তাঁর রোবট আইনজীবীর পরামর্শ অনুযায়ী নিজের বক্তব্য দেবেন।
প্রতিষ্ঠানটি দাবি করছে, তারাই বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরি করেছে। শুরুতে একে চ্যাটবট হিসেবে উন্মোচন করা হয়েছিল। যারা লেট ফি কিংবা জরিমানাসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন, তাঁরা এর মাধ্যমে আইনি পরামর্শ পেতে পারতেন।
জোশুয়া বলেন, ‘এআই রোবটটিকে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলার বিষয়ে প্রশিক্ষণ দিতে অনেক সময় লেগেছে।’
তিনি আরও বলেন, রোবট আইনজীবী মামলায় হারলে যেকোনো পরিমাণের জরিমানাও পরিশোধ করতে রাজি ডু-নট-পে। মামলার শুনানি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সঠিক দিনক্ষণ, স্থান এবং মক্কেলের নামের বিষয়ে কিছু জানায়নি।
কিন্তু মামলা লড়তে এআই রোবটই কেন, এই প্রশ্নের জবাবে জোশুয়া বলেন, ব্রিটেনে আইনজীবীর ফি অনেক। ট্রাফিক টিকিটসংক্রান্ত এই মামলায় লড়ার জন্য আইনজীবীকে মক্কেলকে দিতে হতো ২০০ পাউন্ড থেকে ১ হাজার পাউন্ড। কিন্তু রোবট আইনজীবী মামলায় লড়লে মক্কেলের পকেটের ওপর তেমন চাপ পড়বে না। জোশুয়া আশা করছে, ভবিষ্যতে আইনজীবীর জায়গা নেবে ‘এআই রোবট’।
মানুষের হয়ে এবার আদালতে মামলায় লড়ার প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ‘রোবট আইনজীবী’। আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলায় এক মক্কেলের পক্ষে আদালতে লড়বে বিশ্বের প্রথম রোবট আইনজীবী।
‘ডু-নট-পে’ নামের এই এআই রোবট তৈরি করেছেন ব্রিটিশ-মার্কিন উদ্যোক্তা জোশুয়া ব্রাউডার। ‘ডু-নট-পে’ মূলত একটি আইনি পরিষেবাসংক্রান্ত চ্যাটবট। ২০১৫ সালে এটি উন্মোচন করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জোশুয়া ব্রাউডার বলেন, রোবটের এই কাজ চলবে স্মার্টফোনেই। রিয়েল টাইমে আদালতে শুনানি শোনার পর হেডফোনের মাধ্যমে নিজের মক্কেলকে আইনি পরামর্শ দেবে এই রোবট আইনজীবী। আদালতে শুনানির সময় মক্কেল তাঁর রোবট আইনজীবীর পরামর্শ অনুযায়ী নিজের বক্তব্য দেবেন।
প্রতিষ্ঠানটি দাবি করছে, তারাই বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরি করেছে। শুরুতে একে চ্যাটবট হিসেবে উন্মোচন করা হয়েছিল। যারা লেট ফি কিংবা জরিমানাসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন, তাঁরা এর মাধ্যমে আইনি পরামর্শ পেতে পারতেন।
জোশুয়া বলেন, ‘এআই রোবটটিকে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলার বিষয়ে প্রশিক্ষণ দিতে অনেক সময় লেগেছে।’
তিনি আরও বলেন, রোবট আইনজীবী মামলায় হারলে যেকোনো পরিমাণের জরিমানাও পরিশোধ করতে রাজি ডু-নট-পে। মামলার শুনানি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সঠিক দিনক্ষণ, স্থান এবং মক্কেলের নামের বিষয়ে কিছু জানায়নি।
কিন্তু মামলা লড়তে এআই রোবটই কেন, এই প্রশ্নের জবাবে জোশুয়া বলেন, ব্রিটেনে আইনজীবীর ফি অনেক। ট্রাফিক টিকিটসংক্রান্ত এই মামলায় লড়ার জন্য আইনজীবীকে মক্কেলকে দিতে হতো ২০০ পাউন্ড থেকে ১ হাজার পাউন্ড। কিন্তু রোবট আইনজীবী মামলায় লড়লে মক্কেলের পকেটের ওপর তেমন চাপ পড়বে না। জোশুয়া আশা করছে, ভবিষ্যতে আইনজীবীর জায়গা নেবে ‘এআই রোবট’।
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগেস্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১৬ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগে