অনলাইন ডেস্ক
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগেস্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
১২ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
২০ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ দিন আগে