অনলাইন ডেস্ক
বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১০ মিনিট আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
২ ঘণ্টা আগেসম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ‘ব্লুস্কাই’ শব্দটি বেশ চোখে পড়ছে। তাই এই সম্পর্কে আগ্রহ জন্মেছে অনেকের। ব্লুস্কাই মূলত একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার) এর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্কিন নির্বাচনের পর এটি আরও
৩ ঘণ্টা আগে