অনলাইন ডেস্ক
টুইটারের নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, টুইটার প্রতিদিন অন্তত ৪০ লাখ ডলারের ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাই কর্মী ছাঁটাই না করে কোনো উপায় ছিল না। টুইটারের অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সে ক্ষেত্রে প্রায় সাড়ে ৭ হাজার কর্মীর মধ্যে সাড়ে ৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এমনকি টুইটারের চাকরিচ্যুত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন। চাকরিচ্যুত হওয়াদের মধ্যে একজন হলেন টুইটারের পাবলিক পলিসি বিভাগের যুক্তরাষ্ট্র ও কানাডা অনুবিভাগের পরিচালক মিশেল অস্টিন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে জেগেই দেখি টুইটারের সঙ্গে আমার কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমিও বাদ পড়াদের তালিকায় পড়েছি।’
এর আগে গতকাল শুক্রবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বলতে গেলে বলতে হয়, দুর্ভাগ্যজনকভাবে আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কোম্পানি প্রতিদিন প্রায় ৪০ লাখ ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে।’ এ বিষয়ে এটিই টুইটারের প্রধান নির্বাহীর প্রথম মন্তব্য।
এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাস্ক লিখেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গোষ্ঠীগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
টুইটারের নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, টুইটার প্রতিদিন অন্তত ৪০ লাখ ডলারের ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাই কর্মী ছাঁটাই না করে কোনো উপায় ছিল না। টুইটারের অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সে ক্ষেত্রে প্রায় সাড়ে ৭ হাজার কর্মীর মধ্যে সাড়ে ৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এমনকি টুইটারের চাকরিচ্যুত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন। চাকরিচ্যুত হওয়াদের মধ্যে একজন হলেন টুইটারের পাবলিক পলিসি বিভাগের যুক্তরাষ্ট্র ও কানাডা অনুবিভাগের পরিচালক মিশেল অস্টিন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে জেগেই দেখি টুইটারের সঙ্গে আমার কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমিও বাদ পড়াদের তালিকায় পড়েছি।’
এর আগে গতকাল শুক্রবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বলতে গেলে বলতে হয়, দুর্ভাগ্যজনকভাবে আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কোম্পানি প্রতিদিন প্রায় ৪০ লাখ ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে।’ এ বিষয়ে এটিই টুইটারের প্রধান নির্বাহীর প্রথম মন্তব্য।
এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাস্ক লিখেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গোষ্ঠীগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১০ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৪ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৫ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৬ ঘণ্টা আগে