অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।
প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।
ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।
প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।
ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৩ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৮ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৮ ঘণ্টা আগে