মেজবাহ নূর, ঢাকা
চলছে বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ মানে মেসি-নেইমার-রোনালদোর মতো তারকা খেলোয়াড়দের দ্বৈরথ। এ দ্বৈরথ ফিরে আসে চার বছর পরপর। তাই একবার মিস করা মানে চার বছরের অপেক্ষা। বিশ্বকাপের উত্তেজনা যেন ফিকে না হয়ে যায়, সে জন্য দরকার একটি ভালো মানের টেলিভিশন। এতে ঘরে বসেই পাওয়া যাবে মাঠের উত্তেজনা!
বর্তমানে বাজারে মিলছে হরেক রকমের টেলিভিশন। প্যানেলভেদে রয়েছে এলসিডি, এলইডি, ওএলইডি টেলিভিশন। আর রেজল্যুশনভেদে আছে ফুল এইচডি, ২কে, ৪কে। এগুলোর মধ্যে পার্থক্য আছে খানিক, কেনার আগে তা জানতে হবে। তবে আরেকটি বিষয় আছে। সেটা হলো, স্মার্ট আর সাধারণ টেলিভিশন। এগুলোর মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এ বিষয়ে একটিই কথা, চোখ বন্ধ করে স্মার্ট টিভি কিনতে হবে। তাতে সুবিধা অনেক। স্মার্ট টিভিতে অনেক ফিচার, তাই দামটা কিছু বেশি। অনেক ক্রেতাই স্মার্ট টিভির নানা সুবিধা সম্বন্ধে জানেন না। ফলে ক্রেতারা বুঝে উঠতে পারেন না, বেশি দাম দিয়ে স্মার্ট টিভি কিনবেন কি না। নানা ফিচারসংবলিত স্মার্ট টিভিই এখন চাহিদার শীর্ষে।
স্মার্ট টিভির ফিচার
ইন্টারনেট-সংযোগ
স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। এর সঙ্গে একটি সাধারণ টিভির মূল পার্থক্য বলা যায় এটিকে। স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহার করে টিভি চ্যানেলের বাইরের বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।
টাচস্ক্রিন
অনেক স্মার্ট টিভিতে টাচ স্ক্রিনের সুবিধা রয়েছে, যা সাধারণ টিভিতে দেখা যায় না। এটি একেবারে আধুনিক সুবিধা। রিমোট কন্ট্রোলের মতো এটি দিয়েও বিভিন্ন কাজ করা যায়।
স্ট্রিম-সুবিধা
স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা একজন ব্যবহারকারীকে আরও অনেক রকমের সুবিধা গ্রহণের সুযোগ এনে দেয়। স্ট্রিম এর মধ্যে অন্যতম। বর্তমানে প্রায় সব স্মার্ট টিভিতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু, এইচবিও ইত্যাদি স্ট্রিম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখা যায়। অনেক ক্ষেত্রে এসব স্ট্রিম সাইটের অ্যাপ স্মার্ট টিভিতে আগে থেকেই ইনস্টল করা থাকে। বর্তমানে বেশির ভাগ ক্রেতাই স্ট্রিমের সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট টিভি কিনে থাকেন। উচ্চ রেজল্যুশনের স্মার্ট টিভি কিনলে স্ট্রিমের অভিজ্ঞতা হবে দারুণ।
অ্যাপস
স্মার্ট টিভিতে শুধু যে ভিডিও দেখার ক্ষেত্রেই বিশেষ সুবিধা পাওয়া যাবে, তা নয়। এতে ভিডিও দেখার সুবিধার পাশাপাশি আপনি করতে পারবেন বিভিন্ন রকমের কাজও। অনেক স্মার্ট টিভিতেই এখন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজার, স্পটিফাই, ফেসবুকের মতো অ্যাপগুলোও ইনস্টল করা থাকে। আপনি চাইলে আপনার স্মার্ট টিভিকে কিছু ক্ষেত্রে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন।
ঝুঁকি
ইন্টারনেট ব্যবহারের সুবিধার সঙ্গে কিছু ঝুঁকি বয়ে আনে স্মার্ট টিভি। এতে ইন্টারনেট ব্যবহারের ফলে আপনার তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। তবে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ, ভুয়া অ্যাপ ইনস্টল ইত্যাদি কাজ করা থেকে বিরত থাকলে আপনার তথ্য চুরি হওয়ার ঝুঁকি কমে আসবে অনেকটাই।
অ্যান্ড্রয়েড, নাকি স্মার্ট টিভি যাঁরা স্মার্ট টিভি কিনবেন বলে মনস্থির করেছেন, তাঁদের অনেকেই আবার অ্যান্ড্রয়েড টিভি নাকি স্মার্ট টিভি কিনবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। তবে স্মার্ট টিভির সঙ্গে অ্যান্ড্রয়েড টিভির পার্থক্য খুবই সূক্ষ্ম। স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করে স্মার্ট টিভিগুলোতে ব্যবহার করে থাকে। যে স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, মূলত সেগুলোই অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড টিভিতে প্লে-স্টোর থেকে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। তবে স্মার্ট টিভির ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে আলাদা করে নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সুবিধা পান না। তাই স্মার্ট টিভিতে আগে থেকে ইনস্টল করা কিছু নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে হয় তাঁদের।
স্মার্ট টিভির দাম ও অফার
বাংলাদেশে স্মার্ট টিভি বিক্রি করছে ওয়ালটন, সনি, এলজি, শাওমি, ভিশনসহ বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান। স্মার্ট টিভির দাম মূলত নির্ভর করে এর রেজল্যুশন, আকার এবং প্যানেলের ধরনের ওপর। দেশে মাত্র ১৮ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকার বেশি দিয়েও আপনি স্মার্ট টিভি কিনতে পারবেন। শো-রুম ছাড়াও দারাজ, স্টারটেক অথবা ব্র্যান্ডগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও স্মার্ট টিভি কেনার সুবিধা রয়েছে। বিশ্বকাপ উপলক্ষে নির্দিষ্ট সময় ধরে ক্রেতাদের জন্য টেলিভিশনের বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করেছে। এসব ক্যাম্পেইনে টেলিভিশন কিনলে গ্যারান্টি, ওয়ারেন্টি, ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায় সাধারণ সময়ের চেয়ে বেশি। এ ছাড়া বিক্রয়োত্তর সেবাও পাওয়া যায় সাধারণ সময়ের চেয়ে বেশি।
তবে মনে রাখতে হবে, প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের ধরনে আলাদা। সেসব ক্যাম্পেইনের সুবিধা পেতে হলে তথ্য ঠিকমতো জেনে তারপর নিতে হবে।
চলছে বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ মানে মেসি-নেইমার-রোনালদোর মতো তারকা খেলোয়াড়দের দ্বৈরথ। এ দ্বৈরথ ফিরে আসে চার বছর পরপর। তাই একবার মিস করা মানে চার বছরের অপেক্ষা। বিশ্বকাপের উত্তেজনা যেন ফিকে না হয়ে যায়, সে জন্য দরকার একটি ভালো মানের টেলিভিশন। এতে ঘরে বসেই পাওয়া যাবে মাঠের উত্তেজনা!
বর্তমানে বাজারে মিলছে হরেক রকমের টেলিভিশন। প্যানেলভেদে রয়েছে এলসিডি, এলইডি, ওএলইডি টেলিভিশন। আর রেজল্যুশনভেদে আছে ফুল এইচডি, ২কে, ৪কে। এগুলোর মধ্যে পার্থক্য আছে খানিক, কেনার আগে তা জানতে হবে। তবে আরেকটি বিষয় আছে। সেটা হলো, স্মার্ট আর সাধারণ টেলিভিশন। এগুলোর মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এ বিষয়ে একটিই কথা, চোখ বন্ধ করে স্মার্ট টিভি কিনতে হবে। তাতে সুবিধা অনেক। স্মার্ট টিভিতে অনেক ফিচার, তাই দামটা কিছু বেশি। অনেক ক্রেতাই স্মার্ট টিভির নানা সুবিধা সম্বন্ধে জানেন না। ফলে ক্রেতারা বুঝে উঠতে পারেন না, বেশি দাম দিয়ে স্মার্ট টিভি কিনবেন কি না। নানা ফিচারসংবলিত স্মার্ট টিভিই এখন চাহিদার শীর্ষে।
স্মার্ট টিভির ফিচার
ইন্টারনেট-সংযোগ
স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। এর সঙ্গে একটি সাধারণ টিভির মূল পার্থক্য বলা যায় এটিকে। স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহার করে টিভি চ্যানেলের বাইরের বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।
টাচস্ক্রিন
অনেক স্মার্ট টিভিতে টাচ স্ক্রিনের সুবিধা রয়েছে, যা সাধারণ টিভিতে দেখা যায় না। এটি একেবারে আধুনিক সুবিধা। রিমোট কন্ট্রোলের মতো এটি দিয়েও বিভিন্ন কাজ করা যায়।
স্ট্রিম-সুবিধা
স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা একজন ব্যবহারকারীকে আরও অনেক রকমের সুবিধা গ্রহণের সুযোগ এনে দেয়। স্ট্রিম এর মধ্যে অন্যতম। বর্তমানে প্রায় সব স্মার্ট টিভিতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু, এইচবিও ইত্যাদি স্ট্রিম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট দেখা যায়। অনেক ক্ষেত্রে এসব স্ট্রিম সাইটের অ্যাপ স্মার্ট টিভিতে আগে থেকেই ইনস্টল করা থাকে। বর্তমানে বেশির ভাগ ক্রেতাই স্ট্রিমের সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট টিভি কিনে থাকেন। উচ্চ রেজল্যুশনের স্মার্ট টিভি কিনলে স্ট্রিমের অভিজ্ঞতা হবে দারুণ।
অ্যাপস
স্মার্ট টিভিতে শুধু যে ভিডিও দেখার ক্ষেত্রেই বিশেষ সুবিধা পাওয়া যাবে, তা নয়। এতে ভিডিও দেখার সুবিধার পাশাপাশি আপনি করতে পারবেন বিভিন্ন রকমের কাজও। অনেক স্মার্ট টিভিতেই এখন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজার, স্পটিফাই, ফেসবুকের মতো অ্যাপগুলোও ইনস্টল করা থাকে। আপনি চাইলে আপনার স্মার্ট টিভিকে কিছু ক্ষেত্রে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন।
ঝুঁকি
ইন্টারনেট ব্যবহারের সুবিধার সঙ্গে কিছু ঝুঁকি বয়ে আনে স্মার্ট টিভি। এতে ইন্টারনেট ব্যবহারের ফলে আপনার তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। তবে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ, ভুয়া অ্যাপ ইনস্টল ইত্যাদি কাজ করা থেকে বিরত থাকলে আপনার তথ্য চুরি হওয়ার ঝুঁকি কমে আসবে অনেকটাই।
অ্যান্ড্রয়েড, নাকি স্মার্ট টিভি যাঁরা স্মার্ট টিভি কিনবেন বলে মনস্থির করেছেন, তাঁদের অনেকেই আবার অ্যান্ড্রয়েড টিভি নাকি স্মার্ট টিভি কিনবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। তবে স্মার্ট টিভির সঙ্গে অ্যান্ড্রয়েড টিভির পার্থক্য খুবই সূক্ষ্ম। স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করে স্মার্ট টিভিগুলোতে ব্যবহার করে থাকে। যে স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, মূলত সেগুলোই অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড টিভিতে প্লে-স্টোর থেকে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। তবে স্মার্ট টিভির ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে আলাদা করে নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সুবিধা পান না। তাই স্মার্ট টিভিতে আগে থেকে ইনস্টল করা কিছু নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে হয় তাঁদের।
স্মার্ট টিভির দাম ও অফার
বাংলাদেশে স্মার্ট টিভি বিক্রি করছে ওয়ালটন, সনি, এলজি, শাওমি, ভিশনসহ বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান। স্মার্ট টিভির দাম মূলত নির্ভর করে এর রেজল্যুশন, আকার এবং প্যানেলের ধরনের ওপর। দেশে মাত্র ১৮ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকার বেশি দিয়েও আপনি স্মার্ট টিভি কিনতে পারবেন। শো-রুম ছাড়াও দারাজ, স্টারটেক অথবা ব্র্যান্ডগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও স্মার্ট টিভি কেনার সুবিধা রয়েছে। বিশ্বকাপ উপলক্ষে নির্দিষ্ট সময় ধরে ক্রেতাদের জন্য টেলিভিশনের বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করেছে। এসব ক্যাম্পেইনে টেলিভিশন কিনলে গ্যারান্টি, ওয়ারেন্টি, ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায় সাধারণ সময়ের চেয়ে বেশি। এ ছাড়া বিক্রয়োত্তর সেবাও পাওয়া যায় সাধারণ সময়ের চেয়ে বেশি।
তবে মনে রাখতে হবে, প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের ধরনে আলাদা। সেসব ক্যাম্পেইনের সুবিধা পেতে হলে তথ্য ঠিকমতো জেনে তারপর নিতে হবে।
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
৬ ঘণ্টা আগেইন্দোনেশিয়ায় আগের চেয়ে ১০ গুণের বেশি বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। দেশটির অ্যভ্যন্তরে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য দুই বছরে প্রায় ১০ কোটি
১০ ঘণ্টা আগেঅ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
১৫ ঘণ্টা আগে