নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্র্যান্ড নিউ গাড়ি মানেই বিদেশ থেকে আমদানি করা। সঙ্গে গুনতে হয় কয়েক শ গুণ ভ্যাট ও ট্যাক্স। এসইউভি হলে তো কথাই নেই। হাতের নাগালের বাইরে চলে যায় গাড়ির দাম। গ্রাহককে আর্থিকভাবে স্বস্তি দিতে বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে এনেছে স্থানীয়ভাবে সংযোজিত কোরিয়ার হুন্দাই এসইউভি ক্রেটা।
স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই হুন্দাই এসইউভি ক্রেটার দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। ২৪ জানুয়ারি ফেয়ার টেকনোলজি হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
হুন্দাই বাংলাদেশে তৈরি ১ হাজার ৫০০ সিসির দুই ধরনের এসইউভি বাজারে ছেড়েছে। একটি স্ট্যান্ডার্ড আরেকটি লাক্সারিয়াস। স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম রাখা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটা বিক্রি করা হতো। সে জন্য দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।
ক্রেটা মডেলের গাড়িটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান গাড়ির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।
হুন্দাই ক্রেটার সুবিধাগুলোর মধ্যে আছে:
ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরের কারখানায় প্রায় ১ হাজার যন্ত্রাংশ সংযোজন করছেন তাঁরা। পাশাপাশি গাড়ির রঙের কাজটি সেখানেই করা হচ্ছে। সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই প্রতিষ্ঠানটি তুলনামূলক কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।
বাংলাদেশে গাড়ির বাজার মূলত দখল করে আছে রি-কন্ডিশনড গাড়ি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পুরোনো গাড়ির বদলে নতুন গাড়ির দিকে ঝুঁকছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই গাড়ি মানুষের এই চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে নতুন গাড়ি সংযোজন হচ্ছে, এটি আমাদের দেশের জন্য একটি মাইলফলক বলে জানিয়েছেন ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্ট করার পেছনের মূল কারণ হচ্ছে, দেশের মানুষকে সাশ্রয়ী দামে নতুন গাড়ি দেওয়া।
ব্র্যান্ড নিউ গাড়ি মানেই বিদেশ থেকে আমদানি করা। সঙ্গে গুনতে হয় কয়েক শ গুণ ভ্যাট ও ট্যাক্স। এসইউভি হলে তো কথাই নেই। হাতের নাগালের বাইরে চলে যায় গাড়ির দাম। গ্রাহককে আর্থিকভাবে স্বস্তি দিতে বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে এনেছে স্থানীয়ভাবে সংযোজিত কোরিয়ার হুন্দাই এসইউভি ক্রেটা।
স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই হুন্দাই এসইউভি ক্রেটার দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। ২৪ জানুয়ারি ফেয়ার টেকনোলজি হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
হুন্দাই বাংলাদেশে তৈরি ১ হাজার ৫০০ সিসির দুই ধরনের এসইউভি বাজারে ছেড়েছে। একটি স্ট্যান্ডার্ড আরেকটি লাক্সারিয়াস। স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম রাখা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটা বিক্রি করা হতো। সে জন্য দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।
ক্রেটা মডেলের গাড়িটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান গাড়ির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।
হুন্দাই ক্রেটার সুবিধাগুলোর মধ্যে আছে:
ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরের কারখানায় প্রায় ১ হাজার যন্ত্রাংশ সংযোজন করছেন তাঁরা। পাশাপাশি গাড়ির রঙের কাজটি সেখানেই করা হচ্ছে। সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই প্রতিষ্ঠানটি তুলনামূলক কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।
বাংলাদেশে গাড়ির বাজার মূলত দখল করে আছে রি-কন্ডিশনড গাড়ি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পুরোনো গাড়ির বদলে নতুন গাড়ির দিকে ঝুঁকছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই গাড়ি মানুষের এই চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে নতুন গাড়ি সংযোজন হচ্ছে, এটি আমাদের দেশের জন্য একটি মাইলফলক বলে জানিয়েছেন ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্ট করার পেছনের মূল কারণ হচ্ছে, দেশের মানুষকে সাশ্রয়ী দামে নতুন গাড়ি দেওয়া।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৩ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৮ ঘণ্টা আগে