অনলাইন ডেস্ক
অধিগ্রহণ চুক্তি নিয়ে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে প্রবেশ করলেন ইলন মাস্ক। এ সময় হাতে ছিল একটি সিঙ্ক! ইলন মাস্ক নিজেকে পরিচয় দিয়েছেন নতুন ‘চিফ টুইট’ হিসেবে। এটি তিনি তাঁর অ্যাকাউন্টের বায়োতে যুক্ত করেছেন।
বিবিসির খবরে জানা যায়, স্যান ফ্রান্সিসকোয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কার্যালয়ে সিঙ্ক হাতে প্রবেশের একটি ভিডিও টুইট করেছেন মাস্ক। ক্যাপশনে লিখেছেন, ‘এন্টারিং টুইটার হেডকোয়ার্টার–লেট দ্যাট সিঙ্ক ইন!’
সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ে প্রবেশের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করেননি মাস্ক। তবে পরের এক টুইটে লিখেছেন, ‘আজ টুইটারে চমৎকার সব মানুষদের সঙ্গে দেখা হচ্ছে।’
আদালতের রায়ে ২৮ অক্টোবরের মধ্যে টুইটার কেনার চুক্তি সারতে হবে বিশ্বের শীর্ষ ধনী ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে। নতুন কোনো জটিলতা দেখা না দিলে ৪৪ বিলিয়ন ডলারেই সম্ভবত মাস্কের অধীনেই যাচ্ছে টুইটার।
এর আগে গত মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছিলেন, বট এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না টুইটার কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে মামলা করে। চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবার সিদ্ধান্ত বদল করেন। মূল শর্তগুলো মেনেই তিনি টুইটার অধিগ্রহণ চুক্তিটি এগিয়ে নিয়ে যাবেন।
এদিকে ইলন মাস্ক টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশিত হয়। টুইটার কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাঁদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।
অধিগ্রহণ চুক্তি নিয়ে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে প্রবেশ করলেন ইলন মাস্ক। এ সময় হাতে ছিল একটি সিঙ্ক! ইলন মাস্ক নিজেকে পরিচয় দিয়েছেন নতুন ‘চিফ টুইট’ হিসেবে। এটি তিনি তাঁর অ্যাকাউন্টের বায়োতে যুক্ত করেছেন।
বিবিসির খবরে জানা যায়, স্যান ফ্রান্সিসকোয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কার্যালয়ে সিঙ্ক হাতে প্রবেশের একটি ভিডিও টুইট করেছেন মাস্ক। ক্যাপশনে লিখেছেন, ‘এন্টারিং টুইটার হেডকোয়ার্টার–লেট দ্যাট সিঙ্ক ইন!’
সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ে প্রবেশের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করেননি মাস্ক। তবে পরের এক টুইটে লিখেছেন, ‘আজ টুইটারে চমৎকার সব মানুষদের সঙ্গে দেখা হচ্ছে।’
আদালতের রায়ে ২৮ অক্টোবরের মধ্যে টুইটার কেনার চুক্তি সারতে হবে বিশ্বের শীর্ষ ধনী ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে। নতুন কোনো জটিলতা দেখা না দিলে ৪৪ বিলিয়ন ডলারেই সম্ভবত মাস্কের অধীনেই যাচ্ছে টুইটার।
এর আগে গত মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছিলেন, বট এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না টুইটার কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে মামলা করে। চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবার সিদ্ধান্ত বদল করেন। মূল শর্তগুলো মেনেই তিনি টুইটার অধিগ্রহণ চুক্তিটি এগিয়ে নিয়ে যাবেন।
এদিকে ইলন মাস্ক টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশিত হয়। টুইটার কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাঁদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৬ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৯ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
২০ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
২১ ঘণ্টা আগে