অনলাইন ডেস্ক
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সিনেটে গতকাল মঙ্গলবার একটি বিল পাস হয়েছে। এই বিলের আওতায় অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাইটড্যান্সকে তার অংশীদারত্ব বিক্রির জন্য নয় থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হবে।
সিনেটে বিলটি ব্যাপক সমর্থন পেয়ে পাস হয়। বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর ও বিপক্ষে দিয়েছেন ১৮ জন। বিলটি আইন হিসেবে কার্যকর হতে এখন শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর লাগবে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপটির মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে পারে ও তার মাধ্যমে তাদের ওপর জরিপ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা উদ্বিগ্ন। তাই এই বিল দ্রুত যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভে পাস করা হয়। আজ বুধবার এই বিলে জো বাইডেনের স্বাক্ষর করার কথা রয়েছে।
ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অ্যাপকে নিয়ন্ত্রণ করার অনুমতি দিয়েছি যা একটি অদূরদর্শী সিদ্ধান্ত ছিল। তবে নতুন আইনে চীনা মালিককে অ্যাপটিকে বিক্রি করতে হবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো একটি পদক্ষেপ।’
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকটিককে নিয়ে চার বছর ধরে দ্বন্দ্ব চলছে। অ্যাপটি যুক্তরাষ্ট্রের ১৭টি মানুষ ব্যবহার করে। প্রযুক্তি খাতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান যুদ্ধগুলোর মধ্যে এটি একটি।
গত সপ্তাহে অ্যাপল বলেছে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ তুলে অ্যাপল স্টোর থেকে মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ ও থ্রেডস প্ল্যাটফর্ম সরানোর নির্দেশ দিয়েছে চীন।
প্রথম সংশোধনীর ভিত্তিতে বিলটিকে চ্যালেঞ্জ করবে টিকটক। সেই সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীরাও আবার আইনি ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে। নভেম্বরে মন্টানার একজন মার্কিন বিচারক বাকস্বাধীনতার কথা উল্লেখ করে টিকটকের ওপর একটি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করেন।
টিকটক বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য কখনো শেয়ার করে না এবং করবেও না। তবে বিল পাশের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। আইনটি ঠেকাতে কোম্পানিটি দ্রুত পদক্ষেপ নেবে বলে কর্মীদের জানিয়েছে।
২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকটক ও উইচ্যাটকে নিষিদ্ধ করার চেষ্টা করেন। তবে সেসময় আদালত তার প্রস্তাবনাটি বাতিল করে।
বিশেষজ্ঞদের মতে, বাইটড্যান্স অ্যাপটি বিচ্ছিন্ন করতে ব্যর্থ হলে বাইডেন প্রশাসন টিকটক নিষিদ্ধ করার জন্য একটি শক্তিশালী আইনি পদক্ষেপ নিতে পারবে।
বাইটডেন্স অ্যাপটির শেয়ার ছেড়ে না দিলে অ্যাপস্টোরগুলোতে টিকটককে নিষিদ্ধ করবে অ্যাপল ও গুগল।
জাতীয় নিরাপত্তা হুমকি বলে মনে করা অন্যান্য অ্যাপ নিষিদ্ধ করতেও এই বিল সাহায্য করবে।
বিলটি আইনে পরিণত হলে টিকটকের শেয়ার বিক্রির জন্য বাইটড্যান্সের কাছে ২৭০ দিন সময় থাকবে। তবে চুক্তির অগ্রগতি দেখে সময় আরও তিন মাস বাড়ানোও হতে পারে।
ডেমোক্রেটিক সিনেটর এড মার্কি বলেন, ২০২৫ সালের শুরুর দিকে টিকটককে বিচ্ছিন্ন করার কঠিন হলেও বাইটড্যান্সের পক্ষে অসম্ভব নয়। একটি বিক্রয় ইতিহাসের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল লেনদেনগুলোর মধ্যে একটি হবে। তাই এটি কার্যকর হতে বছরের পর বছর না হলেও কয়েক মাস সময় প্রয়োজন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনে এই বিলের প্রভাব পড়তে পরে। কারণ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তরুণ ভোটারদের সম্ভাব্য টিকটক নিষেধাজ্ঞা বিষয়ে বিবেচনা করার জন্য প্রচারণা চালাচ্ছে।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সিনেটে গতকাল মঙ্গলবার একটি বিল পাস হয়েছে। এই বিলের আওতায় অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাইটড্যান্সকে তার অংশীদারত্ব বিক্রির জন্য নয় থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হবে।
সিনেটে বিলটি ব্যাপক সমর্থন পেয়ে পাস হয়। বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর ও বিপক্ষে দিয়েছেন ১৮ জন। বিলটি আইন হিসেবে কার্যকর হতে এখন শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর লাগবে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপটির মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে পারে ও তার মাধ্যমে তাদের ওপর জরিপ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা উদ্বিগ্ন। তাই এই বিল দ্রুত যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভে পাস করা হয়। আজ বুধবার এই বিলে জো বাইডেনের স্বাক্ষর করার কথা রয়েছে।
ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অ্যাপকে নিয়ন্ত্রণ করার অনুমতি দিয়েছি যা একটি অদূরদর্শী সিদ্ধান্ত ছিল। তবে নতুন আইনে চীনা মালিককে অ্যাপটিকে বিক্রি করতে হবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো একটি পদক্ষেপ।’
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকটিককে নিয়ে চার বছর ধরে দ্বন্দ্ব চলছে। অ্যাপটি যুক্তরাষ্ট্রের ১৭টি মানুষ ব্যবহার করে। প্রযুক্তি খাতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান যুদ্ধগুলোর মধ্যে এটি একটি।
গত সপ্তাহে অ্যাপল বলেছে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ তুলে অ্যাপল স্টোর থেকে মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ ও থ্রেডস প্ল্যাটফর্ম সরানোর নির্দেশ দিয়েছে চীন।
প্রথম সংশোধনীর ভিত্তিতে বিলটিকে চ্যালেঞ্জ করবে টিকটক। সেই সঙ্গে অ্যাপটির ব্যবহারকারীরাও আবার আইনি ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে। নভেম্বরে মন্টানার একজন মার্কিন বিচারক বাকস্বাধীনতার কথা উল্লেখ করে টিকটকের ওপর একটি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করেন।
টিকটক বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য কখনো শেয়ার করে না এবং করবেও না। তবে বিল পাশের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। আইনটি ঠেকাতে কোম্পানিটি দ্রুত পদক্ষেপ নেবে বলে কর্মীদের জানিয়েছে।
২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকটক ও উইচ্যাটকে নিষিদ্ধ করার চেষ্টা করেন। তবে সেসময় আদালত তার প্রস্তাবনাটি বাতিল করে।
বিশেষজ্ঞদের মতে, বাইটড্যান্স অ্যাপটি বিচ্ছিন্ন করতে ব্যর্থ হলে বাইডেন প্রশাসন টিকটক নিষিদ্ধ করার জন্য একটি শক্তিশালী আইনি পদক্ষেপ নিতে পারবে।
বাইটডেন্স অ্যাপটির শেয়ার ছেড়ে না দিলে অ্যাপস্টোরগুলোতে টিকটককে নিষিদ্ধ করবে অ্যাপল ও গুগল।
জাতীয় নিরাপত্তা হুমকি বলে মনে করা অন্যান্য অ্যাপ নিষিদ্ধ করতেও এই বিল সাহায্য করবে।
বিলটি আইনে পরিণত হলে টিকটকের শেয়ার বিক্রির জন্য বাইটড্যান্সের কাছে ২৭০ দিন সময় থাকবে। তবে চুক্তির অগ্রগতি দেখে সময় আরও তিন মাস বাড়ানোও হতে পারে।
ডেমোক্রেটিক সিনেটর এড মার্কি বলেন, ২০২৫ সালের শুরুর দিকে টিকটককে বিচ্ছিন্ন করার কঠিন হলেও বাইটড্যান্সের পক্ষে অসম্ভব নয়। একটি বিক্রয় ইতিহাসের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল লেনদেনগুলোর মধ্যে একটি হবে। তাই এটি কার্যকর হতে বছরের পর বছর না হলেও কয়েক মাস সময় প্রয়োজন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনে এই বিলের প্রভাব পড়তে পরে। কারণ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তরুণ ভোটারদের সম্ভাব্য টিকটক নিষেধাজ্ঞা বিষয়ে বিবেচনা করার জন্য প্রচারণা চালাচ্ছে।
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
৬ ঘণ্টা আগেইন্দোনেশিয়ায় আগের চেয়ে ১০ গুণের বেশি বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। দেশটির অ্যভ্যন্তরে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য দুই বছরে প্রায় ১০ কোটি
১০ ঘণ্টা আগেঅ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
১৫ ঘণ্টা আগে