অনলাইন ডেস্ক
ব্যবহারকারীদের মুছে ফেলা তথ্যে কর্মীদের প্রবেশ করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, কনটেন্ট স্ক্রিনার পদে কাজ করা একজন সাবেক ফেসবুক কর্মী এমন দাবি করেছেন।
ব্রেনান লওসন নামের ওই সাবেক কর্মীর দাবি, ২০১৮ সালের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের মূল প্রতিষ্ঠানের একটি স্টাফ মিটিং চলাকালীন নতুন প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়। সে সময় তিনি এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই জেরে তাঁকে বরখাস্ত করা হয় এবং ১৮ মাস ধরে বেকার ছিলেন তিনি। এর জন্য ৩ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করছেন লওসন।
ব্রেনান লওসনের অভিযোগ অনুসারে, নতুন প্রোটোকলটি সামাজিক নেটওয়ার্কের গ্লোবাল এসকেলেশন টিমের সদস্যদের অনুমতি দিয়েছে মেসেঞ্জার অ্যাপ থেকে ডেটা পুনরুদ্ধার করার, যা ব্যবহারকারীরা মুছে ফেলেছেন।
লওসন বলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তিনি ‘নড়বড়ে’ অবস্থানে আছেন এবং আশঙ্কা করছিলেন বরখাস্ত হওয়ারও। শেষ পর্যন্ত তাঁকে ২০১৯ সালের জুলাই মাসে বরখাস্ত করা হয়, ফেসবুকের প্রশাসনিক নিয়ম ভঙ্গের অভিযোগে। এটি অজুহাত বলে দাবি করেন তিনি। লওসন মনে করেন, তাঁর অভিযোগের জেরেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে লওসনের অভিযোগ অনুসারে, প্রোটোকলটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল গোপনীয়তা নিয়ম এবং ফেডারেল ট্রেড কমিশনের আদেশ লঙ্ঘন করে। কারণ ফেসবুককে তার তথ্য সংক্রান্ত নীতিমালা সম্পর্কে ব্যবহারকারীদের সঠিকভাবে অবহিত করতে হবে।
ব্যবহারকারীদের মুছে ফেলা তথ্যে কর্মীদের প্রবেশ করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, কনটেন্ট স্ক্রিনার পদে কাজ করা একজন সাবেক ফেসবুক কর্মী এমন দাবি করেছেন।
ব্রেনান লওসন নামের ওই সাবেক কর্মীর দাবি, ২০১৮ সালের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের মূল প্রতিষ্ঠানের একটি স্টাফ মিটিং চলাকালীন নতুন প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়। সে সময় তিনি এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই জেরে তাঁকে বরখাস্ত করা হয় এবং ১৮ মাস ধরে বেকার ছিলেন তিনি। এর জন্য ৩ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করছেন লওসন।
ব্রেনান লওসনের অভিযোগ অনুসারে, নতুন প্রোটোকলটি সামাজিক নেটওয়ার্কের গ্লোবাল এসকেলেশন টিমের সদস্যদের অনুমতি দিয়েছে মেসেঞ্জার অ্যাপ থেকে ডেটা পুনরুদ্ধার করার, যা ব্যবহারকারীরা মুছে ফেলেছেন।
লওসন বলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তিনি ‘নড়বড়ে’ অবস্থানে আছেন এবং আশঙ্কা করছিলেন বরখাস্ত হওয়ারও। শেষ পর্যন্ত তাঁকে ২০১৯ সালের জুলাই মাসে বরখাস্ত করা হয়, ফেসবুকের প্রশাসনিক নিয়ম ভঙ্গের অভিযোগে। এটি অজুহাত বলে দাবি করেন তিনি। লওসন মনে করেন, তাঁর অভিযোগের জেরেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে লওসনের অভিযোগ অনুসারে, প্রোটোকলটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল গোপনীয়তা নিয়ম এবং ফেডারেল ট্রেড কমিশনের আদেশ লঙ্ঘন করে। কারণ ফেসবুককে তার তথ্য সংক্রান্ত নীতিমালা সম্পর্কে ব্যবহারকারীদের সঠিকভাবে অবহিত করতে হবে।
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
৬ ঘণ্টা আগেইন্দোনেশিয়ায় আগের চেয়ে ১০ গুণের বেশি বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। দেশটির অ্যভ্যন্তরে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য দুই বছরে প্রায় ১০ কোটি
১০ ঘণ্টা আগেঅ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
১৫ ঘণ্টা আগে