নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)’ যৌথভাবে জিতে নিয়েছে মার্কোপোলো এআই ও ফেব্রিক লাগবে লিমিটেড। প্রতিষ্ঠান দুটি এক কোটি টাকা করে দুই কোটি টাকা পুরস্কার পেয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিজয়ী দুটি প্রতিষ্ঠান ছাড়াও সেরা ৫০টি উদ্যোগকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
ডিজিটাল বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবাদাতা মার্কোপোলো এআইয়ের প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবায়েত ফারহান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তাসফিয়া তাসবিন।
অপর বিজয়ী ফেব্রিক লাগবে লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মেকাট্রনিক্স প্রকৌশলের নাজমুল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাজিয়া সুলতানা।
পুরস্কার বিজয়ী উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—এগ্রিস্মার্ট, অ্যান্ট স্যুট, অ্যাকোয়ালিংক বাংলাদেশ লিমিটেড, আয়করি ডিজিটাল লিমিটেড, বাংলা ইস্কুল বিডি লিমিটেড, বাজার ৩৬৫ লিমিটেড, কার্ডিকেয়ার, ছাদ বাজার, চেকবক্স, দেশি ফার্মার লিমিটেড, ডিগারমা, ডকটাইম লিমিটেড, ড্রিপ ইরিগেশন বিডি লি., ই-ইরিগেশন, ই-ওস্তাদ, ইজি গো, এডু এসিস্ট-দি ফিউচার অব ইনক্লিউসিভ এডুকেশন, এনগেজ, ইপল্লি, ফার্মহাউস বিডি, জি-উইজেটস স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (এসইএমএস), গ্রামশপ, হিশাবি টেকনোলজিস লিমিটেড, ইনকাম, ইন্টারেক্টিভ কেয়ারস, জেআরসি বোর্ড, কৃষি স্বপ্ন, লাইল্যাক, ম্যাভেরিক ইনোভেশন, মিমবা, মমিকিডস লি., মোর টেক বিডি, নিরাময় হেলথটেক, রোবট্রি বাংলাদেশ, রিওগ্যাস, স্বাস্থ্যসেবা, শালবৃক্ষ লি., সম্ভব, সঠিক এআই, সক্রিয় টেকনোলজিস লিমিটেড, সোল শেয়ার-সোল মবিলিটি, স্টাফবেস লিমিটেড, টেকরেভ ৪.০-স্মার্ট ফ্যাক্টরি (টেকনোভাস লিমিটেড), টয়লেন্ড, টয়ো, ভিআর বাংলা, ওয়ান্ডার ওম্যান, ওয়েস্ট বাংলাদেশ, ইয়োর ক্যাম্পাস এবং যায়ন্যাক্স হেলথ লিমিটেড।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আর্টিফিশিয়াল টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। তাই এখন আমরা প্রাথমিক থেকেই কোডিং শেখাব কি না, তা ভেবে দেখতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি এখন বেশি চিন্তা করতে হবে।’
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘গত দুই বছরে স্টার্টআপ বাংলাদেশ থেকে যতগুলো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে, তাদের বাজারমূল্য দ্বিগুণ হয়েছে। আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাঁদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি।’
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগ থেকে স্টার্টআপদের নেটওয়ার্কিং ও ফিডব্যাক পাওয়ার সুযোগ থাকে, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার আয়োজক। ২০১৯ সালে শুরু হয়ে এবারে তৃতীয়বারের মতো বিগ পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিয়া প্রকল্প পরিচালক আলতাফ হোসেন।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বিগ সহ-সমন্বয়ক স্বিদ্ধার্থ গোস্বামী জানান, প্রাথমিকভাবে জমা পড়া ৭৭ হাজার আবেদনের মধ্যে ২২ শতাংশই নারী উদ্যোক্তা। কেবল দেশই নয়, কানাডা থেকেও উড়ে এসে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন উদ্যোক্তারা। কাজেই বিগ এখন একটি ব্র্যান্ড।
অনুষ্ঠানে বিগত সময়ে গ্র্যান্ট পাওয়া সফল উদ্যোগ শপআপ এবং ওপেন রিফ্যাক্টরের ওপর ডকুমেন্টারি উপস্থাপন এবং দৃক ব্যান্ডের সংগীত পরিবেশন করা হয়।
‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)’ যৌথভাবে জিতে নিয়েছে মার্কোপোলো এআই ও ফেব্রিক লাগবে লিমিটেড। প্রতিষ্ঠান দুটি এক কোটি টাকা করে দুই কোটি টাকা পুরস্কার পেয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিজয়ী দুটি প্রতিষ্ঠান ছাড়াও সেরা ৫০টি উদ্যোগকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
ডিজিটাল বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবাদাতা মার্কোপোলো এআইয়ের প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবায়েত ফারহান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তাসফিয়া তাসবিন।
অপর বিজয়ী ফেব্রিক লাগবে লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মেকাট্রনিক্স প্রকৌশলের নাজমুল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাজিয়া সুলতানা।
পুরস্কার বিজয়ী উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—এগ্রিস্মার্ট, অ্যান্ট স্যুট, অ্যাকোয়ালিংক বাংলাদেশ লিমিটেড, আয়করি ডিজিটাল লিমিটেড, বাংলা ইস্কুল বিডি লিমিটেড, বাজার ৩৬৫ লিমিটেড, কার্ডিকেয়ার, ছাদ বাজার, চেকবক্স, দেশি ফার্মার লিমিটেড, ডিগারমা, ডকটাইম লিমিটেড, ড্রিপ ইরিগেশন বিডি লি., ই-ইরিগেশন, ই-ওস্তাদ, ইজি গো, এডু এসিস্ট-দি ফিউচার অব ইনক্লিউসিভ এডুকেশন, এনগেজ, ইপল্লি, ফার্মহাউস বিডি, জি-উইজেটস স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (এসইএমএস), গ্রামশপ, হিশাবি টেকনোলজিস লিমিটেড, ইনকাম, ইন্টারেক্টিভ কেয়ারস, জেআরসি বোর্ড, কৃষি স্বপ্ন, লাইল্যাক, ম্যাভেরিক ইনোভেশন, মিমবা, মমিকিডস লি., মোর টেক বিডি, নিরাময় হেলথটেক, রোবট্রি বাংলাদেশ, রিওগ্যাস, স্বাস্থ্যসেবা, শালবৃক্ষ লি., সম্ভব, সঠিক এআই, সক্রিয় টেকনোলজিস লিমিটেড, সোল শেয়ার-সোল মবিলিটি, স্টাফবেস লিমিটেড, টেকরেভ ৪.০-স্মার্ট ফ্যাক্টরি (টেকনোভাস লিমিটেড), টয়লেন্ড, টয়ো, ভিআর বাংলা, ওয়ান্ডার ওম্যান, ওয়েস্ট বাংলাদেশ, ইয়োর ক্যাম্পাস এবং যায়ন্যাক্স হেলথ লিমিটেড।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আর্টিফিশিয়াল টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। তাই এখন আমরা প্রাথমিক থেকেই কোডিং শেখাব কি না, তা ভেবে দেখতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি এখন বেশি চিন্তা করতে হবে।’
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘গত দুই বছরে স্টার্টআপ বাংলাদেশ থেকে যতগুলো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে, তাদের বাজারমূল্য দ্বিগুণ হয়েছে। আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাঁদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি।’
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগ থেকে স্টার্টআপদের নেটওয়ার্কিং ও ফিডব্যাক পাওয়ার সুযোগ থাকে, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার আয়োজক। ২০১৯ সালে শুরু হয়ে এবারে তৃতীয়বারের মতো বিগ পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিয়া প্রকল্প পরিচালক আলতাফ হোসেন।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বিগ সহ-সমন্বয়ক স্বিদ্ধার্থ গোস্বামী জানান, প্রাথমিকভাবে জমা পড়া ৭৭ হাজার আবেদনের মধ্যে ২২ শতাংশই নারী উদ্যোক্তা। কেবল দেশই নয়, কানাডা থেকেও উড়ে এসে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন উদ্যোক্তারা। কাজেই বিগ এখন একটি ব্র্যান্ড।
অনুষ্ঠানে বিগত সময়ে গ্র্যান্ট পাওয়া সফল উদ্যোগ শপআপ এবং ওপেন রিফ্যাক্টরের ওপর ডকুমেন্টারি উপস্থাপন এবং দৃক ব্যান্ডের সংগীত পরিবেশন করা হয়।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৮ ঘণ্টা আগে