প্রযুক্তি ডেস্ক
ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটি কোটি মানুষ তাদের কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য সহজ পন্থা হিসেবে এই ফেসবুককেই বেছে নেন। প্রতিনিয়তই ব্যবহারকারীরা ছবি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য এ মাধ্যমেই শেয়ার করে থাকেন। তাই এক কথায় বলা যায়, মানুষের ব্যক্তিগত তথ্যের এক উন্মুক্ত ভান্ডার হয়ে উঠেছে এ প্ল্যাটফর্ম। যে কেউ চাইলেই অন্যকারো ছবি বা তথ্য নিয়ে ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে একজন ব্যবহারকারী খুব সহজেই তার ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা সেটিংস ঠিক করে নিতে পারেন। এতে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনেকটাই সংরক্ষণ থাকবে।
যেভাবে আপনার ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবেন
ফেসবুকে সাধারণত চারটি স্তরের গোপনীয়তা থাকে, যা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও পোস্টের জন্য সেট করা যায়-
১) পাবলিক অপশন চালু করা থাকলে অ্যাকাউন্টের লিংক যে কেউই দেখতে পারে, এমনকি কারও ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও।
২) ফ্রেন্ডস অপশন চালু করা থাকলে, শুধুমাত্র আপনার বন্ধু তালিকার লোকেরা আপনার পোস্ট দেখেতে পারবেন। তবে আপনি কখনো কখনো নির্দিষ্ট বন্ধুদের একটি পোস্ট দেখা থেকে বাদ দিতে পারেন।
৩) ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশন চালু থাকলে বন্ধু তালিকায় থাকা বন্ধুদের বন্ধুরাও আপনার পোস্ট দেখতে পারবেন।
৪) অনলি মি অপশন চালু থাকলে শুধু মাত্র আপনি ছাড়া ওই পোস্ট আর কেউই দেখতে পারবে না।
এর মধ্যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট একান্তই ব্যক্তিগত রাখতে চান তবে অনলি মি অপশন সবচেয়ে উপযোগী।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা রক্ষার কিছু অপশন মোবাইল অ্যাপে পাওয়া গেলেও সবগুলো খুঁজে পেতে আপনাকে একটি কম্পিউটারে ফেসবুক ওয়েবসাইট খুলতে হবে।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা মেনু পেতে যা করতে হবে
১) ফেসবুক ওয়েবসাইট খুলে অ্যাকাউন্টে লগ ইন করুন।
২) ওপরের ডান কোণে থাকা অ্যারোতে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস নির্বাচন করুন।
৩) সেখান থেকে বামদিকের সাইডবারে থাকা প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনার প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ চলে আসবে। যেখানে আপনার সামনে অসংখ্য অপশন চলে আসবে।
যেভাবে আপনার পোস্ট গোপন রাখবেন-
প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ থেকে ইউর অ্যাক্টিভিটি সেকশনে গেলে কাদের আপনার পোস্ট দেখা, আপনাকে ট্যাগ করতে পারা বা অনুসরণ করার অনুমতি দেওয়া আছে তা দেখতে পারবেন। চাইলে তা পরিবর্তন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে যা করতে হবে-
১) হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট অপশনে ক্লিক করে কাদের আপনার পোস্ট দেখার অনুমতি দেবেন তা নির্বাচন করে দিতে পারেন।
২) আপনার ফলো করা পেজ বা মানুষদের কাদের দেখার অনুমতি দেওয়া আছে হু ক্যান সি ইউও অপশনে গিয়ে তা পরিবর্তন করতে পারবেন।
কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন
১) আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সংখ্যা সীমিত করতে আপনাকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যেতে হবে। সেখান থেকে মিউচুয়াল ফ্রেন্ড নির্বাচন করলে রিকোয়েস্ট পাঠাতে পারা মানুষের সংখ্যা সীমিত হবে।
২) হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্টে গিয়ে হাইড ইউর ফ্রেন্ড লিস্ট অপশনে থেকে বন্ধুদের তালিকা লুকিয়ে ফেলতে পারবেন বা সীমিত মানুষদের তা দেখার অনুমতি দিতে পারেন।
৩) ফেসবুকে ইমেইল বা ফোন নম্বর থাকলে সবাই তা দেখতে পারে। হু ক্যান লুক আপ ইউর ইমেইল বা ফোন নম্বর অপশনে গিয়ে কারা এ তথ্য দেখার অনুমতি পাবেন তা নির্বাচন করতে পারবেন।
৪) গুগল, ইয়াহু, বিং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আপনার প্রোফাইল লুকিয়ে রাখতে চাইলে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন্স আউটসাইড ফেসবুক টু লিংক ইউর প্রোফাইল অপশনে ক্লিক করে তা নির্বাচন করতে পারবেন। এতে করে সার্চ ইঞ্জিনে নাম দিয়ে খুঁজলেও আপনার প্রোফাইল পাওয়া যাবে না। তবে এ পদ্ধতি চালু করতে কিছুদিন সময় নিতে পারে ফেসবুক।
যেভাবে নির্দিষ্ট কোন বন্ধুকে আপনার ফেসবুক পোস্ট দেখাবেন
১) আপনি যখন আপনি যখন একটি ফেসবুক পোস্ট করছেন, তখন আপনার নামের নিচের ছোট বাক্সে ক্লিক করুন।
২) সেখান থেকে পোস্টটি সর্বজনীন করতে চান বা নির্দিষ্ট কাউকে দেখাতে চান তা নির্বাচন করে দিতে পারবেন।
এর পর আপনি পোস্ট করলে, শুধুমাত্র আপনার বেছে নেওয়া দর্শকরাই এটি দেখতে সক্ষম হবেন।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটি কোটি মানুষ তাদের কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য সহজ পন্থা হিসেবে এই ফেসবুককেই বেছে নেন। প্রতিনিয়তই ব্যবহারকারীরা ছবি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য এ মাধ্যমেই শেয়ার করে থাকেন। তাই এক কথায় বলা যায়, মানুষের ব্যক্তিগত তথ্যের এক উন্মুক্ত ভান্ডার হয়ে উঠেছে এ প্ল্যাটফর্ম। যে কেউ চাইলেই অন্যকারো ছবি বা তথ্য নিয়ে ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে একজন ব্যবহারকারী খুব সহজেই তার ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা সেটিংস ঠিক করে নিতে পারেন। এতে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনেকটাই সংরক্ষণ থাকবে।
যেভাবে আপনার ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবেন
ফেসবুকে সাধারণত চারটি স্তরের গোপনীয়তা থাকে, যা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও পোস্টের জন্য সেট করা যায়-
১) পাবলিক অপশন চালু করা থাকলে অ্যাকাউন্টের লিংক যে কেউই দেখতে পারে, এমনকি কারও ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও।
২) ফ্রেন্ডস অপশন চালু করা থাকলে, শুধুমাত্র আপনার বন্ধু তালিকার লোকেরা আপনার পোস্ট দেখেতে পারবেন। তবে আপনি কখনো কখনো নির্দিষ্ট বন্ধুদের একটি পোস্ট দেখা থেকে বাদ দিতে পারেন।
৩) ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশন চালু থাকলে বন্ধু তালিকায় থাকা বন্ধুদের বন্ধুরাও আপনার পোস্ট দেখতে পারবেন।
৪) অনলি মি অপশন চালু থাকলে শুধু মাত্র আপনি ছাড়া ওই পোস্ট আর কেউই দেখতে পারবে না।
এর মধ্যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট একান্তই ব্যক্তিগত রাখতে চান তবে অনলি মি অপশন সবচেয়ে উপযোগী।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা রক্ষার কিছু অপশন মোবাইল অ্যাপে পাওয়া গেলেও সবগুলো খুঁজে পেতে আপনাকে একটি কম্পিউটারে ফেসবুক ওয়েবসাইট খুলতে হবে।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা মেনু পেতে যা করতে হবে
১) ফেসবুক ওয়েবসাইট খুলে অ্যাকাউন্টে লগ ইন করুন।
২) ওপরের ডান কোণে থাকা অ্যারোতে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস নির্বাচন করুন।
৩) সেখান থেকে বামদিকের সাইডবারে থাকা প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনার প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ চলে আসবে। যেখানে আপনার সামনে অসংখ্য অপশন চলে আসবে।
যেভাবে আপনার পোস্ট গোপন রাখবেন-
প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ থেকে ইউর অ্যাক্টিভিটি সেকশনে গেলে কাদের আপনার পোস্ট দেখা, আপনাকে ট্যাগ করতে পারা বা অনুসরণ করার অনুমতি দেওয়া আছে তা দেখতে পারবেন। চাইলে তা পরিবর্তন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে যা করতে হবে-
১) হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট অপশনে ক্লিক করে কাদের আপনার পোস্ট দেখার অনুমতি দেবেন তা নির্বাচন করে দিতে পারেন।
২) আপনার ফলো করা পেজ বা মানুষদের কাদের দেখার অনুমতি দেওয়া আছে হু ক্যান সি ইউও অপশনে গিয়ে তা পরিবর্তন করতে পারবেন।
কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন
১) আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সংখ্যা সীমিত করতে আপনাকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যেতে হবে। সেখান থেকে মিউচুয়াল ফ্রেন্ড নির্বাচন করলে রিকোয়েস্ট পাঠাতে পারা মানুষের সংখ্যা সীমিত হবে।
২) হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্টে গিয়ে হাইড ইউর ফ্রেন্ড লিস্ট অপশনে থেকে বন্ধুদের তালিকা লুকিয়ে ফেলতে পারবেন বা সীমিত মানুষদের তা দেখার অনুমতি দিতে পারেন।
৩) ফেসবুকে ইমেইল বা ফোন নম্বর থাকলে সবাই তা দেখতে পারে। হু ক্যান লুক আপ ইউর ইমেইল বা ফোন নম্বর অপশনে গিয়ে কারা এ তথ্য দেখার অনুমতি পাবেন তা নির্বাচন করতে পারবেন।
৪) গুগল, ইয়াহু, বিং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আপনার প্রোফাইল লুকিয়ে রাখতে চাইলে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন্স আউটসাইড ফেসবুক টু লিংক ইউর প্রোফাইল অপশনে ক্লিক করে তা নির্বাচন করতে পারবেন। এতে করে সার্চ ইঞ্জিনে নাম দিয়ে খুঁজলেও আপনার প্রোফাইল পাওয়া যাবে না। তবে এ পদ্ধতি চালু করতে কিছুদিন সময় নিতে পারে ফেসবুক।
যেভাবে নির্দিষ্ট কোন বন্ধুকে আপনার ফেসবুক পোস্ট দেখাবেন
১) আপনি যখন আপনি যখন একটি ফেসবুক পোস্ট করছেন, তখন আপনার নামের নিচের ছোট বাক্সে ক্লিক করুন।
২) সেখান থেকে পোস্টটি সর্বজনীন করতে চান বা নির্দিষ্ট কাউকে দেখাতে চান তা নির্বাচন করে দিতে পারবেন।
এর পর আপনি পোস্ট করলে, শুধুমাত্র আপনার বেছে নেওয়া দর্শকরাই এটি দেখতে সক্ষম হবেন।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
১৪ ঘণ্টা আগেইন্দোনেশিয়ায় আগের চেয়ে ১০ গুণের বেশি বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। দেশটির অ্যভ্যন্তরে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য দুই বছরে প্রায় ১০ কোটি
১৭ ঘণ্টা আগেঅ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
২১ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
১ দিন আগে