নওরোজ চৌধুরী
নতুন আইফোন মানেই চমকের পর চমক। কী আছে এবারের ফিচারে, কেমন হবে দেখতে, ক্যামেরা কেমন, দাম কত? এমন হাজারো প্রশ্ন ঘোরে মনে। সেসব প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি বাজারে এসেছে আইফোন-১৪ সিরিজের ফোন।
এ বছরের আলোচিত মোবাইল ফোনগুলোর সঙ্গে এ ফোনটিও পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। আইফোন-১৪-এর বেস মডেল আইফোন-১৩-এর মতোই। ফিচারে বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে— আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স।
অ্যাপলের ঘোষণায় জানা যায়, যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে সিম ট্রে থাকবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের বাজারে আইফোন-১৪ সিরিজের ফোনগুলোতে থাকবে সিম স্লট। এ সিরিজের আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্রোতে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে আইফোন-১৪ প্লাস এবং আইফোন-১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি।
আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নতুন সিরিজের ফোনগুলো। এগুলো স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং পার্পল রঙে পাওয়া যাবে। এগুলোতে আছে এ১৬ চিপসেটসহ অদৃশ্য নচ-সুবিধা। সেই সঙ্গে আইফোন-১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল। এ ফোন দুটিতে থাকছে স্যাটেলাইট প্রযুক্তি, যার মাধ্যমে নেটওয়ার্কহীন কোনো জায়গা থেকে ১৫ সেকেন্ডের কম সময়ে জরুরি বার্তা পাঠানো যাবে। যানবাহনের দুর্ঘটনার কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে কার ক্র্যাশ ডিটেকশন। এ ফিচারের মাধ্যমে গুরুতর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আইফোন-১৪ জরুরি সুরক্ষা সেবায় তথ্য পাঠাবে।
এ ছাড়া থাকছে শক্তিশালী ফাইভ- জি নেটওয়ার্ক, ফিটনেস ফিচার, টাচ ভলিউম কন্ট্রোল, আইপি ০৬৮ পানি নিরোধক সুবিধা এবং আগের সিরিজগুলোর চেয়ে ভালো ব্যাটারি সুবিধা। আরও থাকছে ২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। তবে আইফোন-১৩ থেকে আইফোন-১৪ সিরিজে ব্যাটারি রিপ্লেসমেন্ট খরচ বেড়েছে।
আইফোন-১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এ ছাড়া ফোনগুলোতে রয়েছে ওএলইডি ডিসপ্লে, ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের ওপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূলেই থাকবে। চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের ৫০ শতাংশ দখল করে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ছাড়িয়ে গেছে আইফোন।
দাম
আইফোন-১৪ ……… ৭৯৯ ডলার বা প্রায় সাড়ে ৭৫ হাজার টাকা
আইফোন-১৪ প্লাস … ৮৯৯ ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা
আইফোন-১৪ প্রো….. ৯৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা
আইফোন-১৪ প্রো ম্যাক্স …. ১০৯৯ ডলার বা প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার টাকা।
১৬ সেপ্টেম্বর থেকে আইফোনের নতুন সিরিজের বিক্রি শুরু হয়েছে।
কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন-১৪ সিরিজের ফোন ক্রেতারা পাবেন বিশেষ উপহার। পুরোনো আইফোন পরিবর্তন করেও নেওয়া যাবে আইফোন-১৪ সিরিজের ফোন। সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬ মাসের সহজ কিস্তিতে ফোন কেনার সুযোগ।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্লক-সি লেভেল-৫-এর ৫৫৬৬ নম্বর দোকানটি ছাড়াও সারা বাংলাদেশে কেআরওয়াই ইন্টারন্যাশনালের ১১টি বিক্রয়কেন্দ্র আছে।
এ ছাড়া কেআরওয়াই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকেও কেনা যাবে আইফোন-১৪ সিরিজের যেকোনো ফোন।
তথ্যসূত্র: অ্যাপল, ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন
নতুন আইফোন মানেই চমকের পর চমক। কী আছে এবারের ফিচারে, কেমন হবে দেখতে, ক্যামেরা কেমন, দাম কত? এমন হাজারো প্রশ্ন ঘোরে মনে। সেসব প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি বাজারে এসেছে আইফোন-১৪ সিরিজের ফোন।
এ বছরের আলোচিত মোবাইল ফোনগুলোর সঙ্গে এ ফোনটিও পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। আইফোন-১৪-এর বেস মডেল আইফোন-১৩-এর মতোই। ফিচারে বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে— আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স।
অ্যাপলের ঘোষণায় জানা যায়, যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে সিম ট্রে থাকবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের বাজারে আইফোন-১৪ সিরিজের ফোনগুলোতে থাকবে সিম স্লট। এ সিরিজের আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্রোতে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে আইফোন-১৪ প্লাস এবং আইফোন-১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি।
আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নতুন সিরিজের ফোনগুলো। এগুলো স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং পার্পল রঙে পাওয়া যাবে। এগুলোতে আছে এ১৬ চিপসেটসহ অদৃশ্য নচ-সুবিধা। সেই সঙ্গে আইফোন-১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল। এ ফোন দুটিতে থাকছে স্যাটেলাইট প্রযুক্তি, যার মাধ্যমে নেটওয়ার্কহীন কোনো জায়গা থেকে ১৫ সেকেন্ডের কম সময়ে জরুরি বার্তা পাঠানো যাবে। যানবাহনের দুর্ঘটনার কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে কার ক্র্যাশ ডিটেকশন। এ ফিচারের মাধ্যমে গুরুতর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আইফোন-১৪ জরুরি সুরক্ষা সেবায় তথ্য পাঠাবে।
এ ছাড়া থাকছে শক্তিশালী ফাইভ- জি নেটওয়ার্ক, ফিটনেস ফিচার, টাচ ভলিউম কন্ট্রোল, আইপি ০৬৮ পানি নিরোধক সুবিধা এবং আগের সিরিজগুলোর চেয়ে ভালো ব্যাটারি সুবিধা। আরও থাকছে ২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। তবে আইফোন-১৩ থেকে আইফোন-১৪ সিরিজে ব্যাটারি রিপ্লেসমেন্ট খরচ বেড়েছে।
আইফোন-১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এ ছাড়া ফোনগুলোতে রয়েছে ওএলইডি ডিসপ্লে, ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের ওপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূলেই থাকবে। চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের ৫০ শতাংশ দখল করে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ছাড়িয়ে গেছে আইফোন।
দাম
আইফোন-১৪ ……… ৭৯৯ ডলার বা প্রায় সাড়ে ৭৫ হাজার টাকা
আইফোন-১৪ প্লাস … ৮৯৯ ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা
আইফোন-১৪ প্রো….. ৯৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা
আইফোন-১৪ প্রো ম্যাক্স …. ১০৯৯ ডলার বা প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার টাকা।
১৬ সেপ্টেম্বর থেকে আইফোনের নতুন সিরিজের বিক্রি শুরু হয়েছে।
কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন-১৪ সিরিজের ফোন ক্রেতারা পাবেন বিশেষ উপহার। পুরোনো আইফোন পরিবর্তন করেও নেওয়া যাবে আইফোন-১৪ সিরিজের ফোন। সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬ মাসের সহজ কিস্তিতে ফোন কেনার সুযোগ।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্লক-সি লেভেল-৫-এর ৫৫৬৬ নম্বর দোকানটি ছাড়াও সারা বাংলাদেশে কেআরওয়াই ইন্টারন্যাশনালের ১১টি বিক্রয়কেন্দ্র আছে।
এ ছাড়া কেআরওয়াই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকেও কেনা যাবে আইফোন-১৪ সিরিজের যেকোনো ফোন।
তথ্যসূত্র: অ্যাপল, ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৬ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
২০ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
২১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১ দিন আগে