অনলাইন ডেস্ক
টুইটার ক্রয়ের বিষয়টি পিছিয়ে দিতে আবেদন করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু ডেলাওয়ারের একটি আদালত তাঁর আবেদনে সাড়া না দিয়ে দীর্ঘ শুনানির পর টুইটারের আবেদনে সাড়া দিয়ে এর কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যেই শুরু করতে বলেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কর্তৃপক্ষ চায় যত দ্রুত সম্ভব টুইটার বিক্রির বিষয়টি সেরে ফেলতে। কিন্তু প্রতিষ্ঠানটির ক্রেতা ইলন মাস্ক টুইটার বট ও ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিচ্ছে না এমন অজুহাতে ক্রয়ের বিষয়টি পিছিয়ে দিতে। মাস্ক অন্তত আগামী বছর পর্যন্ত এই বিষয়টি পিছিয়ে দিতে আবেদন জানিয়েছিলেন।
আদালতে শুনানির সময় টুইটারের আইনজীবী বিল সাভিট অতীতের উদাহরণ টেনে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিষয়টি সেরে ফেলার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আরও বলেন, মাস্ক ইচ্ছাকৃতভাবে দেরি করার ফলে টুইটার আর্থিকভাবে বেশ ক্ষতির মুখোমুখি হচ্ছে।
বিল সাভিট এ সময় ইলন মাস্ককে অভিযুক্ত করে বলেন, মাস্ক সম্ভবত চুক্তির জন্য নির্ধারিত সময় পেরিয়ে যেতেই ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণের নীতি গ্রহণ করেছেন।
তবে মাস্কের আইনজীবী অ্যান্ড্রু রসম্যান পাল্টা যুক্তি দেখিয়ে বলেছেন, নির্ধারিত সময় টুইটার ক্রয়ের জন্য যে পরিমাণ ডেটা বিশ্লেষণ করা প্রয়োজন তার জন্য যথেষ্ট নয়। উল্লেখ্য, মাস্কের অন্যতম শর্তই ছিল টুইটারের বট এবং স্প্যাম অ্যাকাউন্টগুলোর বিষয়ে যথাযথ তথ্য পাওয়া। কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই বিষয়ে মাস্ককে পর্যাপ্ত তথ্য দেয়নি।
এর আগে, টুইটার অধিগ্রহণের চুক্তি থেকে সরে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সারিতে এ মামলা দায়ের করেছে টুইটার কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়, ‘টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দেওয়ার পর একটি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পরে ইলন মাস্ক দ্বিধাহীনভাবে নিজের মন পরিবর্তন করলেন! মাস্ক ভেবেছেন যে, টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, এর কার্যকারিতা ব্যাহত করে তিনি চলে যাবেন।’
এর আগে টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। ৮ জুলাই তিনি এমন ঘোষণা দেন। তখন ইলন জানান, ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কিনে ফেলার তথ্য জানিয়েছিলেন বিখ্যাত উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এর পর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল। আর তখন থেকেই মাস্কের পক্ষ থেকে আসতে থাকে টুইটারের খোলনলচে পাল্টানোর হরেক রকমের কথা।
টুইটার ক্রয়ের বিষয়টি পিছিয়ে দিতে আবেদন করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু ডেলাওয়ারের একটি আদালত তাঁর আবেদনে সাড়া না দিয়ে দীর্ঘ শুনানির পর টুইটারের আবেদনে সাড়া দিয়ে এর কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যেই শুরু করতে বলেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কর্তৃপক্ষ চায় যত দ্রুত সম্ভব টুইটার বিক্রির বিষয়টি সেরে ফেলতে। কিন্তু প্রতিষ্ঠানটির ক্রেতা ইলন মাস্ক টুইটার বট ও ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিচ্ছে না এমন অজুহাতে ক্রয়ের বিষয়টি পিছিয়ে দিতে। মাস্ক অন্তত আগামী বছর পর্যন্ত এই বিষয়টি পিছিয়ে দিতে আবেদন জানিয়েছিলেন।
আদালতে শুনানির সময় টুইটারের আইনজীবী বিল সাভিট অতীতের উদাহরণ টেনে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিষয়টি সেরে ফেলার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আরও বলেন, মাস্ক ইচ্ছাকৃতভাবে দেরি করার ফলে টুইটার আর্থিকভাবে বেশ ক্ষতির মুখোমুখি হচ্ছে।
বিল সাভিট এ সময় ইলন মাস্ককে অভিযুক্ত করে বলেন, মাস্ক সম্ভবত চুক্তির জন্য নির্ধারিত সময় পেরিয়ে যেতেই ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণের নীতি গ্রহণ করেছেন।
তবে মাস্কের আইনজীবী অ্যান্ড্রু রসম্যান পাল্টা যুক্তি দেখিয়ে বলেছেন, নির্ধারিত সময় টুইটার ক্রয়ের জন্য যে পরিমাণ ডেটা বিশ্লেষণ করা প্রয়োজন তার জন্য যথেষ্ট নয়। উল্লেখ্য, মাস্কের অন্যতম শর্তই ছিল টুইটারের বট এবং স্প্যাম অ্যাকাউন্টগুলোর বিষয়ে যথাযথ তথ্য পাওয়া। কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই বিষয়ে মাস্ককে পর্যাপ্ত তথ্য দেয়নি।
এর আগে, টুইটার অধিগ্রহণের চুক্তি থেকে সরে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সারিতে এ মামলা দায়ের করেছে টুইটার কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়, ‘টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দেওয়ার পর একটি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পরে ইলন মাস্ক দ্বিধাহীনভাবে নিজের মন পরিবর্তন করলেন! মাস্ক ভেবেছেন যে, টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, এর কার্যকারিতা ব্যাহত করে তিনি চলে যাবেন।’
এর আগে টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। ৮ জুলাই তিনি এমন ঘোষণা দেন। তখন ইলন জানান, ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কিনে ফেলার তথ্য জানিয়েছিলেন বিখ্যাত উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এর পর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল। আর তখন থেকেই মাস্কের পক্ষ থেকে আসতে থাকে টুইটারের খোলনলচে পাল্টানোর হরেক রকমের কথা।
পড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২০ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১ দিন আগে