মাহবুব শুভ
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
২৩ মিনিট আগেমেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটা
১ ঘণ্টা আগেপ্রথম দেখায় পলিথিনের ব্যাগ ছাড়া কিছুই মনে হবে না। তাতে পানিও বহন করা যায় নিশ্চিন্তে, যেমন করা যায় পলিথিনে। কিন্তু পলিথিন না পচলেও এটি পচে যায় বলে পরিবেশের ক্ষতি করে না। এই ব্যাগ তৈরিতে পেট্রোলিয়াম নয়, ব্যবহার করা হয় ভুট্টার উপাদান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে
৩ ঘণ্টা আগেবর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষের সংখ্যা কম। অনেকের হাতে একাধিক স্মার্টফোনও রয়েছে। শুধু স্মার্টফোন থাকলেই হয় না, সেটির যত্নআত্তিও জানা থাকা চাই। তাহলে বেশি দিন ব্যবহার করা যাবে আপনার পছন্দের স্মার্টফোন।
৩ ঘণ্টা আগে