অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রথম পাবলিক লিস্টেড আইটি কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড আইটি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য বাজারে নিয়ে এল ড্যাফোডিল স্মার্ট সফটওয়্যার সলিউশন। শিক্ষা, স্বাস্থ্য ও করপোরেট এই তিনটি ইন্ডাস্ট্রির সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করবে দেশ সেরা আইটি কোম্পানি। শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য সলিউশনটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট এডু, করপোরেট ইন্ডাস্ট্রির জন্য সলিউশনটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট বিজনেস ২৪’ আর হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশনটির নাম দেওয়া হয়েছে’ স্মার্ট হসপিটাল’। সবগুলো সফটওয়্যার সলিউশনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার।
শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য ‘স্মার্ট এডু’-সলিউশনটির সঙ্গে থাকছে এআই এজেন্ট বার্নারস। স্মার্ট ইডু ইআরপির উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক স্টুডেন্ট ড্রপ আইউ রিপোর্ট, ই-লার্নিং, কোর্স, ক্লাস, রেজিস্ট্রেশন, টিউশন ফি, ওয়েভার, এক্সাম, লাইব্রেরি, টিচার/স্টুডেন্ট/অ্যাডমিন প্রোফাইল, অ্যাকাউন্টস, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন। ইউনিভার্সিটি, স্কুল, কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই সফটওয়্যার সলিউশন ব্যবহার করে যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করতে পারবে।
এআই এজেন্ট স্টিভের সহায়তায় করপোরেট ইন্ডাস্ট্রির জন্য ‘স্মার্ট বিজনেস ২৪’ সফটওয়্যার সলিউশন এর উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক বিজনেস ফরকাস্ট, ক্রয়-বিক্রয়, ইনভেন্টরি, অ্যাকাউন্টস, ম্যানুফ্যাকচারিং, পস, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন। ছোট, মাঝারি ও বড় সব ধরনের বিজনেস প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সফটওয়্যার।
হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের জন্য আইপিডি, ওপিডি, পেসেন্ট, ডক্টরস, নার্সিং, ট্রিটমেন্ট, বিলিং, হসপিটালফাইনান্স, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, ফ্লিট, ফার্মেসি, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে তৈরি করা হয়েছে ‘স্মার্ট হসপিটাল’ নামে হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যার এআই এজেন্ট তেরেসা। এই সলিউশনের মাধ্যমে এআই ভিত্তিক হেলথ রিপোর্ট পাওয়া যাবে।
প্রত্যেকটি সলিউশনে থাকছে ম্যানেজমেন্ট স্মার্ট বোর্ড নামে একটি বিশেষ মডিউল যার মাধ্যমে ম্যানেজমেন্ট খুব সহজেই কোম্পানির প্রত্যেকটি বিভাগের রানিং স্ট্যাটাস দেখতে পারবে ও সমাধান দিতে পারবে। এমপ্লয়িগন খুব সহজেই তাদেরও প্রোজেক্ট ও কাজ গুলো সুন্দর ভাবে এন্ট্রি করে রাখতে পারবে।
আজ ২৩ আগস্ট ২০২১ ভার্চ্যুয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে’ ড্যাফোডিল স্মার্ট সলিউশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটারস এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফটওয়্যার এর বিপণন প্রধান রিয়াজ উদ্দিন আহমেদ। বিএসটিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ফেসবুক পেজ ও ক্যাম্পাস টিভি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই মহামারির মধ্যে গত ১৭ / ১৮ মাস বিশ্বে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও প্রযুক্তির জয়যাত্রা থেমে নেই। এরই মধ্যে জীবন যাপনের প্রায় প্রতিটি অংশই রূপান্তরিত হয়েছে ডিজিটাল মাধ্যমে। এর ধারাবাহিকতা বজায় রেখেই ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের সুদক্ষ আইটি টিম এই তিনটি সফটওয়্যার সলিউশন তৈরি করেছে যাতে করে শিক্ষা, স্বাস্থ্য ও করপোরেট প্রতিষ্ঠানগুলো খুব সহজেই ডিজিটালাইজড হতে পারে। তিনি নিজে ড্যাফোডিল ফ্যামিলির একজন সিইও হিসেবে স্মার্ট বিজনেস ২৪ এই সফটওয়্যারটি দিয়ে কীভাবে খুব সহজেই প্রায় ৪২টি কোম্পানি পরিচালনা করতে পারেন তার একটি ডেমো উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটারস এর সিটিও আলাউদ্দিন আজাদ জানান, আপডেটেড সব টেকনোলোজি ব্যবহার করে ও এআই ফিচার নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সফটওয়্যার সলিউশনগুলো। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো স্মার্ট ডিভাইস ব্যবহার করে ইউজার এগুলোতে খুব সহজেই কাজ করতে পারবে। ইউজারদের সুবিধার্থে প্রত্যেকটি সফটওয়্যারের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল।
ড্যাফোডিল স্মার্ট সলিউশন প্ল্যাটফর্মটির বিষয়ে ড্যাফোডিল কম্পিউটারের হেড অব মার্কেটিং (সফটওয়্যার) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এই সলিউশনগুলো SaaS (Software as a service) ভিত্তিক ও লাইসেন্স ভিত্তিক দুইভাবেই সারা বিশ্বেও যেকোনো প্রান্ত থেকে একজন ক্লায়েন্ট সেবা নিতে পারবেন। SaaS ভিত্তিক সেবায় লাগবে না কোন হার্ডওয়ার, সার্ভার বা অন্যান্য ভারী টাঞ্জিবল অবকাঠামো। তিনি আরও বলেন এই সলিউশন ব্যবহারে কাজের প্রসেস অনেক সহজতর হবে ফলে কোম্পানির আয় বেড়ে যাবে। তিনি আরও জানান সবগুলো সফটওয়্যারের সঙ্গে থাকছে কিছু ইন্টিগ্রেটেড ফ্রি মডিউল যেমন রেডি ওয়েবসাইট বিল্ডিং টুলস, ই-মেইল মার্কেটিং টুলস অ্যান্ড টেম্পলেট, এসএমএস মার্কেটিং সিস্টেম, সিআরএম সহ আরও অনেক কিছু।
দেশের সার্বিক শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় ও করপোরেট খাতে ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি। সফটওয়্যারগুলো পেতে ভিজিট করতে হবে নিচের ওয়েবসাইট গুলোতেঃ
১। শিক্ষাঃ https://edu.daffodil.family/
২। স্বাস্থ্যঃ https://health.daffodil.family/
৩। কর্পোরেটঃ https://erp.daffodil.family/
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে +৮৮ ০১৭১৩-৪৯৩০২৬ এবং ০১৮১১-৪৫৮৮২৫।
ক্যাপশনঃ ভার্চূয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে’ ড্যাফোডিল স্মার্ট সল্যুশন’ এর উদ্বোধনী করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফটওয়্যার এর বিপণণ প্রধান রিয়াজ উদ্দিন আহমেদ ও বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।
দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রথম পাবলিক লিস্টেড আইটি কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড আইটি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য বাজারে নিয়ে এল ড্যাফোডিল স্মার্ট সফটওয়্যার সলিউশন। শিক্ষা, স্বাস্থ্য ও করপোরেট এই তিনটি ইন্ডাস্ট্রির সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করবে দেশ সেরা আইটি কোম্পানি। শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য সলিউশনটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট এডু, করপোরেট ইন্ডাস্ট্রির জন্য সলিউশনটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট বিজনেস ২৪’ আর হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশনটির নাম দেওয়া হয়েছে’ স্মার্ট হসপিটাল’। সবগুলো সফটওয়্যার সলিউশনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার।
শিক্ষা ইন্ডাস্ট্রির জন্য ‘স্মার্ট এডু’-সলিউশনটির সঙ্গে থাকছে এআই এজেন্ট বার্নারস। স্মার্ট ইডু ইআরপির উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক স্টুডেন্ট ড্রপ আইউ রিপোর্ট, ই-লার্নিং, কোর্স, ক্লাস, রেজিস্ট্রেশন, টিউশন ফি, ওয়েভার, এক্সাম, লাইব্রেরি, টিচার/স্টুডেন্ট/অ্যাডমিন প্রোফাইল, অ্যাকাউন্টস, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন। ইউনিভার্সিটি, স্কুল, কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই সফটওয়্যার সলিউশন ব্যবহার করে যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করতে পারবে।
এআই এজেন্ট স্টিভের সহায়তায় করপোরেট ইন্ডাস্ট্রির জন্য ‘স্মার্ট বিজনেস ২৪’ সফটওয়্যার সলিউশন এর উল্লেখযোগ্য কিছু মডিউল হলঃ এআই ভিত্তিক বিজনেস ফরকাস্ট, ক্রয়-বিক্রয়, ইনভেন্টরি, অ্যাকাউন্টস, ম্যানুফ্যাকচারিং, পস, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন। ছোট, মাঝারি ও বড় সব ধরনের বিজনেস প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সফটওয়্যার।
হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের জন্য আইপিডি, ওপিডি, পেসেন্ট, ডক্টরস, নার্সিং, ট্রিটমেন্ট, বিলিং, হসপিটালফাইনান্স, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, ফ্লিট, ফার্মেসি, এমপ্লয়ি ইত্যাদি ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে তৈরি করা হয়েছে ‘স্মার্ট হসপিটাল’ নামে হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যার এআই এজেন্ট তেরেসা। এই সলিউশনের মাধ্যমে এআই ভিত্তিক হেলথ রিপোর্ট পাওয়া যাবে।
প্রত্যেকটি সলিউশনে থাকছে ম্যানেজমেন্ট স্মার্ট বোর্ড নামে একটি বিশেষ মডিউল যার মাধ্যমে ম্যানেজমেন্ট খুব সহজেই কোম্পানির প্রত্যেকটি বিভাগের রানিং স্ট্যাটাস দেখতে পারবে ও সমাধান দিতে পারবে। এমপ্লয়িগন খুব সহজেই তাদেরও প্রোজেক্ট ও কাজ গুলো সুন্দর ভাবে এন্ট্রি করে রাখতে পারবে।
আজ ২৩ আগস্ট ২০২১ ভার্চ্যুয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে’ ড্যাফোডিল স্মার্ট সলিউশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটারস এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফটওয়্যার এর বিপণন প্রধান রিয়াজ উদ্দিন আহমেদ। বিএসটিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ফেসবুক পেজ ও ক্যাম্পাস টিভি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই মহামারির মধ্যে গত ১৭ / ১৮ মাস বিশ্বে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও প্রযুক্তির জয়যাত্রা থেমে নেই। এরই মধ্যে জীবন যাপনের প্রায় প্রতিটি অংশই রূপান্তরিত হয়েছে ডিজিটাল মাধ্যমে। এর ধারাবাহিকতা বজায় রেখেই ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের সুদক্ষ আইটি টিম এই তিনটি সফটওয়্যার সলিউশন তৈরি করেছে যাতে করে শিক্ষা, স্বাস্থ্য ও করপোরেট প্রতিষ্ঠানগুলো খুব সহজেই ডিজিটালাইজড হতে পারে। তিনি নিজে ড্যাফোডিল ফ্যামিলির একজন সিইও হিসেবে স্মার্ট বিজনেস ২৪ এই সফটওয়্যারটি দিয়ে কীভাবে খুব সহজেই প্রায় ৪২টি কোম্পানি পরিচালনা করতে পারেন তার একটি ডেমো উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটারস এর সিটিও আলাউদ্দিন আজাদ জানান, আপডেটেড সব টেকনোলোজি ব্যবহার করে ও এআই ফিচার নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সফটওয়্যার সলিউশনগুলো। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো স্মার্ট ডিভাইস ব্যবহার করে ইউজার এগুলোতে খুব সহজেই কাজ করতে পারবে। ইউজারদের সুবিধার্থে প্রত্যেকটি সফটওয়্যারের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল।
ড্যাফোডিল স্মার্ট সলিউশন প্ল্যাটফর্মটির বিষয়ে ড্যাফোডিল কম্পিউটারের হেড অব মার্কেটিং (সফটওয়্যার) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এই সলিউশনগুলো SaaS (Software as a service) ভিত্তিক ও লাইসেন্স ভিত্তিক দুইভাবেই সারা বিশ্বেও যেকোনো প্রান্ত থেকে একজন ক্লায়েন্ট সেবা নিতে পারবেন। SaaS ভিত্তিক সেবায় লাগবে না কোন হার্ডওয়ার, সার্ভার বা অন্যান্য ভারী টাঞ্জিবল অবকাঠামো। তিনি আরও বলেন এই সলিউশন ব্যবহারে কাজের প্রসেস অনেক সহজতর হবে ফলে কোম্পানির আয় বেড়ে যাবে। তিনি আরও জানান সবগুলো সফটওয়্যারের সঙ্গে থাকছে কিছু ইন্টিগ্রেটেড ফ্রি মডিউল যেমন রেডি ওয়েবসাইট বিল্ডিং টুলস, ই-মেইল মার্কেটিং টুলস অ্যান্ড টেম্পলেট, এসএমএস মার্কেটিং সিস্টেম, সিআরএম সহ আরও অনেক কিছু।
দেশের সার্বিক শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় ও করপোরেট খাতে ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি। সফটওয়্যারগুলো পেতে ভিজিট করতে হবে নিচের ওয়েবসাইট গুলোতেঃ
১। শিক্ষাঃ https://edu.daffodil.family/
২। স্বাস্থ্যঃ https://health.daffodil.family/
৩। কর্পোরেটঃ https://erp.daffodil.family/
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে +৮৮ ০১৭১৩-৪৯৩০২৬ এবং ০১৮১১-৪৫৮৮২৫।
ক্যাপশনঃ ভার্চূয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে’ ড্যাফোডিল স্মার্ট সল্যুশন’ এর উদ্বোধনী করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফটওয়্যার এর বিপণণ প্রধান রিয়াজ উদ্দিন আহমেদ ও বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।
অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
৩ ঘণ্টা আগেমেটার মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছর ধরে কার্যকর থাকবে। এছাড়া ২০২১ সালের অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের জন্য গত সোমবার মেটা
৪ ঘণ্টা আগেপ্রথম দেখায় পলিথিনের ব্যাগ ছাড়া কিছুই মনে হবে না। তাতে পানিও বহন করা যায় নিশ্চিন্তে, যেমন করা যায় পলিথিনে। কিন্তু পলিথিন না পচলেও এটি পচে যায় বলে পরিবেশের ক্ষতি করে না। এই ব্যাগ তৈরিতে পেট্রোলিয়াম নয়, ব্যবহার করা হয় ভুট্টার উপাদান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে
৬ ঘণ্টা আগে