ক্রীড়া ডেস্ক
নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।
নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
২২ মিনিট আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩ ঘণ্টা আগে