ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন অ্যান্ডি মারে। র্যাঙ্কিংয়ে ১২০ নম্বরে থাকা টারো ড্যানিয়েলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন এই ব্রিটিশ তারকা। মেলবোর্ন পার্কে ড্যানিয়েলের কাছে সরাসরি সেটে হেরেছেন মারে। এদিকে মেয়েদের এককে ৯৮ নম্বরে থাকা ডানকা কোভিনিকের কাছে সরাসরি সেটে হেরে বাদ পড়েছেন আরেক ব্রিটিশ তারকা এমা রাদুকানুও।
২ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে ড্যানিয়েলের কাছে ৪-৬,৪-৬, ৪-৬ গেমে হেরেছেন মারে। বছরের শুরুতে এটিপি ট্যুরে ফাইনাল খেলে আসা মারেকে এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিকোলোজ ব্যাসিলাশভিলির সঙ্গে জিতেছিলেন তিনি। প্রথম রাউন্ডের জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মারে।
মারে নিজেও মনে করেন দ্বিতীয় রাউন্ডে এই ম্যাচ তাঁর জেতা উচিত ছিল। হারের পর এই ব্রিটিশ তারকা বলেন, ‘প্রথম রাউন্ডে জয়ের পর একটা সুযোগ তৈরি করেছিলাম। এটি সম্ভবত এমন একটি ম্যাচ যা আমার জেতা উচিত ছিল। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি ভীষণ হতাশ।’
অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন অ্যান্ডি মারে। র্যাঙ্কিংয়ে ১২০ নম্বরে থাকা টারো ড্যানিয়েলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন এই ব্রিটিশ তারকা। মেলবোর্ন পার্কে ড্যানিয়েলের কাছে সরাসরি সেটে হেরেছেন মারে। এদিকে মেয়েদের এককে ৯৮ নম্বরে থাকা ডানকা কোভিনিকের কাছে সরাসরি সেটে হেরে বাদ পড়েছেন আরেক ব্রিটিশ তারকা এমা রাদুকানুও।
২ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে ড্যানিয়েলের কাছে ৪-৬,৪-৬, ৪-৬ গেমে হেরেছেন মারে। বছরের শুরুতে এটিপি ট্যুরে ফাইনাল খেলে আসা মারেকে এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিকোলোজ ব্যাসিলাশভিলির সঙ্গে জিতেছিলেন তিনি। প্রথম রাউন্ডের জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মারে।
মারে নিজেও মনে করেন দ্বিতীয় রাউন্ডে এই ম্যাচ তাঁর জেতা উচিত ছিল। হারের পর এই ব্রিটিশ তারকা বলেন, ‘প্রথম রাউন্ডে জয়ের পর একটা সুযোগ তৈরি করেছিলাম। এটি সম্ভবত এমন একটি ম্যাচ যা আমার জেতা উচিত ছিল। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি ভীষণ হতাশ।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৩ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৪ ঘণ্টা আগে