ক্রীড়া ডেস্ক, ঢাকা
ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৫ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৫ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৬ ঘণ্টা আগে