ক্রীড়া ডেস্ক
ঢাকা : শেষ সেটে জয় নিশ্চিতের পর দুহাত প্রসারিত করে ওপরে তাকিয়ে সৃষ্টিকর্তাকেই বোধ হয় কৃতজ্ঞতা জানালেন নোভাক জোকোভিচ! এই জয় যে তাঁর কাছে শুধুই জয় নয়, তার চেয়ে বেশি কিছু। রাজার রাজপ্রাসাদে রাজাকে হারানোর স্বাদ। নাদাল তো ক্লে কোর্টের রাজাই। কাল ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে বাছাইয়ের তিনে থাকা নাদালকে (৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২) হারিয়ে ফাইনালে উঠেছেন বাছাইয়ের শীর্ষে থাকা জোকোভিচ। সময় নিয়েছেন ৪ ঘণ্টা ১১ মিনিট।
ফ্রেঞ্চ ওপেনের গতবারের চ্যাম্পিয়ন নাদাল এদিনও শুরু করেন চ্যাম্পিয়নের মতোই। জোকোভিচের প্রথম দুই সার্ভই ব্রেক করে যেন বুঝিয়ে দিলেন বয়স ৩৫ হলেও কাদামাটির এই কোর্টে টেনিসে আমিই সবার সেরা! ম্যাচের প্রথম পাঁচ গেমের পাঁচটাই নাদালের পক্ষে ৫-০। শেষ পর্যন্ত জোকোভিচ কিছুটা প্রতিরোধ গড়লেও ৬-৩ গেমে সেট জিতে নেন স্প্যানিশ তারকা।
ধীরে ধীরে খোলস থেকে বের হোন জোকোভিচ। পরের সেটেই পাশার দান উল্টে দেন এই সার্বিয়ান। ঠিক ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি। নাটকের শুরু এর পরেই। উত্তেজনার পারদে ঠাসা তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। ৯৬ মিনিটের সেই সেটে শেষ পর্যন্ত পেরে উঠতে পারেননি নাদাল।
ম্যাচে সময় যত গড়াতে থাকে, নাদালকে ততই ক্লান্ত মনে হয়েছে। ম্যাচের মাঝে পায়ের চোটে কিছুটা ভুগতেও দেখা যায় ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ীকে। অন্যদিকে জোকোভিচ যেন শেষ দিকের লড়াইয়ে নাদালের পরীক্ষা নিতে শুরুতে কিছুটা শক্তি সঞ্চয় করে রেখেছিলেন। চতুর্থ সেটে তেমনটাই মনে হলো। জোকোভিচের প্রথম দুটি সার্ভ ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা আর ধোপে টেকেনি। জোকোভিচের জয় ৬-২ গেমে। শেষ তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।
এ নিয়ে রোলাঁ গারোঁয় তৃতীয়বার কোনো ম্যাচে হারলেন নাদাল। টুর্নামেন্টে ১০৮ ম্যাচ খেলে যে তিনবার হেরেছেন, দুবারই জোকোভিচের কাছে। এর আগে কখনো প্রথম সেট জেতার পর ম্যাচ হারেননি নাদাল। ফ্রেঞ্চ ওপেনে চোটে পড়ে চতুর্থ রাউন্ডেই ছিটকে যান রজার ফেদেরার। এবার তাই নাদালের সামনে সুযোগ ছিল ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার, সেটি হতে দিলেন না জোকোভিচ।
ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রিসের স্টিফানোস সৎসিপাসের। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সিৎসিপাস। তাঁর দেশের হয়েও যেটি প্রথম। শিরোপা জিতে তাই ইতিহাস লিখতে চাইবেন গ্রিসের তরুণ তারকা। এদিকে জোকোভিচও কোনোভাবেই এই টুর্নামেন্ট হাতছাড়া করতে চাইবেন না।
ঢাকা : শেষ সেটে জয় নিশ্চিতের পর দুহাত প্রসারিত করে ওপরে তাকিয়ে সৃষ্টিকর্তাকেই বোধ হয় কৃতজ্ঞতা জানালেন নোভাক জোকোভিচ! এই জয় যে তাঁর কাছে শুধুই জয় নয়, তার চেয়ে বেশি কিছু। রাজার রাজপ্রাসাদে রাজাকে হারানোর স্বাদ। নাদাল তো ক্লে কোর্টের রাজাই। কাল ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে বাছাইয়ের তিনে থাকা নাদালকে (৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২) হারিয়ে ফাইনালে উঠেছেন বাছাইয়ের শীর্ষে থাকা জোকোভিচ। সময় নিয়েছেন ৪ ঘণ্টা ১১ মিনিট।
ফ্রেঞ্চ ওপেনের গতবারের চ্যাম্পিয়ন নাদাল এদিনও শুরু করেন চ্যাম্পিয়নের মতোই। জোকোভিচের প্রথম দুই সার্ভই ব্রেক করে যেন বুঝিয়ে দিলেন বয়স ৩৫ হলেও কাদামাটির এই কোর্টে টেনিসে আমিই সবার সেরা! ম্যাচের প্রথম পাঁচ গেমের পাঁচটাই নাদালের পক্ষে ৫-০। শেষ পর্যন্ত জোকোভিচ কিছুটা প্রতিরোধ গড়লেও ৬-৩ গেমে সেট জিতে নেন স্প্যানিশ তারকা।
ধীরে ধীরে খোলস থেকে বের হোন জোকোভিচ। পরের সেটেই পাশার দান উল্টে দেন এই সার্বিয়ান। ঠিক ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি। নাটকের শুরু এর পরেই। উত্তেজনার পারদে ঠাসা তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। ৯৬ মিনিটের সেই সেটে শেষ পর্যন্ত পেরে উঠতে পারেননি নাদাল।
ম্যাচে সময় যত গড়াতে থাকে, নাদালকে ততই ক্লান্ত মনে হয়েছে। ম্যাচের মাঝে পায়ের চোটে কিছুটা ভুগতেও দেখা যায় ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ীকে। অন্যদিকে জোকোভিচ যেন শেষ দিকের লড়াইয়ে নাদালের পরীক্ষা নিতে শুরুতে কিছুটা শক্তি সঞ্চয় করে রেখেছিলেন। চতুর্থ সেটে তেমনটাই মনে হলো। জোকোভিচের প্রথম দুটি সার্ভ ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা আর ধোপে টেকেনি। জোকোভিচের জয় ৬-২ গেমে। শেষ তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।
এ নিয়ে রোলাঁ গারোঁয় তৃতীয়বার কোনো ম্যাচে হারলেন নাদাল। টুর্নামেন্টে ১০৮ ম্যাচ খেলে যে তিনবার হেরেছেন, দুবারই জোকোভিচের কাছে। এর আগে কখনো প্রথম সেট জেতার পর ম্যাচ হারেননি নাদাল। ফ্রেঞ্চ ওপেনে চোটে পড়ে চতুর্থ রাউন্ডেই ছিটকে যান রজার ফেদেরার। এবার তাই নাদালের সামনে সুযোগ ছিল ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার, সেটি হতে দিলেন না জোকোভিচ।
ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রিসের স্টিফানোস সৎসিপাসের। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সিৎসিপাস। তাঁর দেশের হয়েও যেটি প্রথম। শিরোপা জিতে তাই ইতিহাস লিখতে চাইবেন গ্রিসের তরুণ তারকা। এদিকে জোকোভিচও কোনোভাবেই এই টুর্নামেন্ট হাতছাড়া করতে চাইবেন না।
হতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
৩৯ মিনিট আগেসময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
২ ঘণ্টা আগে