ক্রীড়া ডেস্ক
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২৯ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে