ক্রীড়া ডেস্ক
ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।
৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।’
আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্যাপনে বাদ সাধেন আম্পায়ার।
টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।’
আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।
ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।
৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।’
আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্যাপনে বাদ সাধেন আম্পায়ার।
টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।’
আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।
হতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
১৯ মিনিট আগেসময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
২ ঘণ্টা আগে