স্পোর্টস ডেস্ক
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
২৭ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
২ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে