ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিয়েছেন সাঁতারু তাতানা শোয়েনমেকার। সোনা জিততে শোয়েনমেকার গড়েছেন বিশ্বরেকর্ডও। অনন্য এই কীর্তি গড়ার পর আবেগ ধরে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই সাঁতারু। পুলেই কেঁদেছেন ২৪ বছর বয়সী শোয়েনমেকার।
মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের এত দিন বিশ্বরেকর্ড ছিল ২ মিনিট ১৯.১১ সেকেন্ড। বার্সেলোনায় ২০১৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন ডেনমার্কের রিকে মোলের পেডেরসেন। ৮ বছর পর সেটি ভেঙে টোকিও অলিম্পিকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন শোয়েনমেকার।
রেকর্ড গড়ার পর শোয়েনমেকার নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না। সোনা জয়ের পর বলেছেন, ‘প্রথমে স্কোর বোর্ডে তাকিয়ে আমার টাইমিং দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। ২ মিনিট ১৯.১১ সেকেন্ড অনেক দিন ধরে বিশ্বরেকর্ড ছিল। আমি সত্যিই কৃতজ্ঞ।’
হিটেই বিশ্বরেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন শোয়েনমেকার। ফাইনালে ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনার পদক জিতে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের লিলি কিং ২ মিনিট ১৯.৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে রৌপ্য জিতেছেন। ২ মিনিট ২০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অ্যানি লেজর।
টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিয়েছেন সাঁতারু তাতানা শোয়েনমেকার। সোনা জিততে শোয়েনমেকার গড়েছেন বিশ্বরেকর্ডও। অনন্য এই কীর্তি গড়ার পর আবেগ ধরে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই সাঁতারু। পুলেই কেঁদেছেন ২৪ বছর বয়সী শোয়েনমেকার।
মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের এত দিন বিশ্বরেকর্ড ছিল ২ মিনিট ১৯.১১ সেকেন্ড। বার্সেলোনায় ২০১৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন ডেনমার্কের রিকে মোলের পেডেরসেন। ৮ বছর পর সেটি ভেঙে টোকিও অলিম্পিকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন শোয়েনমেকার।
রেকর্ড গড়ার পর শোয়েনমেকার নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না। সোনা জয়ের পর বলেছেন, ‘প্রথমে স্কোর বোর্ডে তাকিয়ে আমার টাইমিং দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। ২ মিনিট ১৯.১১ সেকেন্ড অনেক দিন ধরে বিশ্বরেকর্ড ছিল। আমি সত্যিই কৃতজ্ঞ।’
হিটেই বিশ্বরেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন শোয়েনমেকার। ফাইনালে ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনার পদক জিতে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের লিলি কিং ২ মিনিট ১৯.৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে রৌপ্য জিতেছেন। ২ মিনিট ২০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অ্যানি লেজর।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৯ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১০ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১০ ঘণ্টা আগে