ক্রীড়া ডেস্ক
২৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে গিয়েও যেন পারলেন না মরক্কোর ইউনিস বাল্লা! ১৯৯৭ সালে লাস ভেগাসের বক্সিং রিংয়ে প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়েছিলেন বক্সার মাইক টাইসন। নিষিদ্ধ হয়েছিলেন বক্সিংয়ে। পেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ‘খারাপ মানুষের’ তকমা। টোকিও অলিম্পিকে আজ সেই কাণ্ডটাই ঘটাতে চেয়েছিলেন বাল্লা।
অলিম্পিকের হেভিওয়েট শ্রেণির শেষ ষোলোতে আজ নিউজিল্যান্ডের ডেভিড এনয়িকার মুখোমুখি হয়েছিলেন বাল্লা। প্রথম দুই রাউন্ডের মতো শেষ রাউন্ডেও বাল্লার বিপক্ষে দাপট রেখেছিলেন এনয়িকা। সেই হতাশা থেকেই যেন মরক্কোর বক্সার ঘটাতে চাইলেন অঘটন! অলিম্পিকের টিভি সম্প্রচারে ধরা পড়েছে এনয়িকার কান কামড়ে দেওয়ার চেষ্টা করছেন বাল্লা। কিন্তু বিষয়টা চোখে পড়েনি রেফারির।
পরে ম্যাচে বাল্লাকে ৫-০ সেটে হারিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এনয়িকা, ‘সে (বাল্লা) ঠিকভাবে কামড়াতে পারেনি। ভাগ্য ভালো যে তাঁর মুখে রাবার গার্ড ছিল আর আমার কানটাও খানিকটা ঘেমে থাকায় এ যাত্রায় বেঁচে গেছি।’
এনয়িকার জীবনে অবশ্য কামড় খাওয়ার ঘটনা এটাই প্রথম নয়, ‘এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথেও আমি বুকে কামড় খেয়েছিলাম। কিন্তু অলিম্পিকেও এসে কামড়, কীভাবে কী!’
২৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে গিয়েও যেন পারলেন না মরক্কোর ইউনিস বাল্লা! ১৯৯৭ সালে লাস ভেগাসের বক্সিং রিংয়ে প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়েছিলেন বক্সার মাইক টাইসন। নিষিদ্ধ হয়েছিলেন বক্সিংয়ে। পেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ‘খারাপ মানুষের’ তকমা। টোকিও অলিম্পিকে আজ সেই কাণ্ডটাই ঘটাতে চেয়েছিলেন বাল্লা।
অলিম্পিকের হেভিওয়েট শ্রেণির শেষ ষোলোতে আজ নিউজিল্যান্ডের ডেভিড এনয়িকার মুখোমুখি হয়েছিলেন বাল্লা। প্রথম দুই রাউন্ডের মতো শেষ রাউন্ডেও বাল্লার বিপক্ষে দাপট রেখেছিলেন এনয়িকা। সেই হতাশা থেকেই যেন মরক্কোর বক্সার ঘটাতে চাইলেন অঘটন! অলিম্পিকের টিভি সম্প্রচারে ধরা পড়েছে এনয়িকার কান কামড়ে দেওয়ার চেষ্টা করছেন বাল্লা। কিন্তু বিষয়টা চোখে পড়েনি রেফারির।
পরে ম্যাচে বাল্লাকে ৫-০ সেটে হারিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এনয়িকা, ‘সে (বাল্লা) ঠিকভাবে কামড়াতে পারেনি। ভাগ্য ভালো যে তাঁর মুখে রাবার গার্ড ছিল আর আমার কানটাও খানিকটা ঘেমে থাকায় এ যাত্রায় বেঁচে গেছি।’
এনয়িকার জীবনে অবশ্য কামড় খাওয়ার ঘটনা এটাই প্রথম নয়, ‘এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথেও আমি বুকে কামড় খেয়েছিলাম। কিন্তু অলিম্পিকেও এসে কামড়, কীভাবে কী!’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৯ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১০ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১০ ঘণ্টা আগে