নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া।
প্যারিসের শার্লে স্টেডিয়ামে আজ অলিম্পিক বাছাইপর্বে টাইব্রেকে হেরেছিলেন দিয়া। হারের কয়েক ঘণ্টা পর বাংলাদেশের আর্চারি ফেডারেশনকে ই-মেইল পাঠায় ওয়ার্ল্ড আর্চারি। মেইলে জানানো হয়, দিয়াসহ চার দেশের তিরন্দাজকে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিকের ‘ওয়াইল্ডকার্ড’।
নারী-পুরুষ উভয় বিভাগে দুটি করে ওয়াইল্ডকার্ড দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি। মালাউয়ি ও ভার্জিন আইল্যান্ডে থেকে যাচ্ছেন দুই পুরুষ তিরন্দাজ। বাংলাদেশ থেকে দিয়া ও চাদের এক নারী তিরন্দাজ পেয়েছেন ওয়াইল্ডকার্ড।
বিষয়টিকে অবশ্য ‘ওয়াইল্ডকার্ড’ বলছে না ওয়ার্ল্ড আর্চারি। তাদের মেইলে বলা হয়েছে, অলিম্পিকে খেলার আমন্ত্রণ পাঠানো হয়েছে দিয়াকে।
দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা এখন দুই। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন রোমান সানা। অলিম্পিকে এখন তিন ইভেন্টে খেলবেন রোমান-দিয়া। একক ছাড়াও তাঁরা খেলবেন মিক্সড ইভেন্টে। গত মাসে মিক্সড ইভেন্টে লোজান বিশ্বকাপে রুপা জিতেছিলেন রোমান-দিয়া।
ঢাকা: স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া।
প্যারিসের শার্লে স্টেডিয়ামে আজ অলিম্পিক বাছাইপর্বে টাইব্রেকে হেরেছিলেন দিয়া। হারের কয়েক ঘণ্টা পর বাংলাদেশের আর্চারি ফেডারেশনকে ই-মেইল পাঠায় ওয়ার্ল্ড আর্চারি। মেইলে জানানো হয়, দিয়াসহ চার দেশের তিরন্দাজকে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিকের ‘ওয়াইল্ডকার্ড’।
নারী-পুরুষ উভয় বিভাগে দুটি করে ওয়াইল্ডকার্ড দিয়েছে ওয়ার্ল্ড আর্চারি। মালাউয়ি ও ভার্জিন আইল্যান্ডে থেকে যাচ্ছেন দুই পুরুষ তিরন্দাজ। বাংলাদেশ থেকে দিয়া ও চাদের এক নারী তিরন্দাজ পেয়েছেন ওয়াইল্ডকার্ড।
বিষয়টিকে অবশ্য ‘ওয়াইল্ডকার্ড’ বলছে না ওয়ার্ল্ড আর্চারি। তাদের মেইলে বলা হয়েছে, অলিম্পিকে খেলার আমন্ত্রণ পাঠানো হয়েছে দিয়াকে।
দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা এখন দুই। ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন রোমান সানা। অলিম্পিকে এখন তিন ইভেন্টে খেলবেন রোমান-দিয়া। একক ছাড়াও তাঁরা খেলবেন মিক্সড ইভেন্টে। গত মাসে মিক্সড ইভেন্টে লোজান বিশ্বকাপে রুপা জিতেছিলেন রোমান-দিয়া।
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
১০ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩৬ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে