ক্রীড়া ডেস্ক
কদিন আগে নিখোঁজ হয়েছিলেন পেং শুয়াই। নিখোঁজের পর খোঁজও মেলে চীনের এই টেনিস তারকার। এখন তিনি ভালো আছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থোমাস বাখকে এক ভিডিও কলে ভালো থাকার কথা শুয়াই নিজেই জানিয়েছেন। এখন তিনি সুরক্ষিত আছেন।
আজ এক বিবৃতিতে শুয়াইয়ের ব্যাপারটি জানিয়েছে আইওসি। বিবৃতিতে আরও জানানো হয়, ৩০ মিনিটের এই কলে শুয়াই আইওসিকে ধন্যবাদ জানান। বেইজিংয়ের নিজের বাড়িতেই আছেন তিনি। এর আগে শুয়াইকে চীনে আয়োজিত একটি প্রতিযোগিতায় দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে।
গত কয়েক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন শুয়াই। তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক টেনিস মহলে। শুয়াইকে রোববার একটি জুনিয়র টেনিস প্রতিযোগিতার ফাইনালে দেখা যায়। তিনি অতিথিদের মধ্যে ছিলেন। নীল জ্যাকেট এবং সাদা প্যান্ট পরিহিত ছিলেন শুয়াই। সেই ছবি দেখিয়ে চীনের পক্ষ থেকে দাবি করার চেষ্টা চলছে, শুয়াই নিখোঁজ হননি। তবে সেই ছবি দেখেও মেয়েদের পেশাদার টেনিস সংস্থা ডব্লিউটিএ চিন্তামুক্ত হতে পারেনি তখনো।
কদিন আগে নিখোঁজ হয়েছিলেন পেং শুয়াই। নিখোঁজের পর খোঁজও মেলে চীনের এই টেনিস তারকার। এখন তিনি ভালো আছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থোমাস বাখকে এক ভিডিও কলে ভালো থাকার কথা শুয়াই নিজেই জানিয়েছেন। এখন তিনি সুরক্ষিত আছেন।
আজ এক বিবৃতিতে শুয়াইয়ের ব্যাপারটি জানিয়েছে আইওসি। বিবৃতিতে আরও জানানো হয়, ৩০ মিনিটের এই কলে শুয়াই আইওসিকে ধন্যবাদ জানান। বেইজিংয়ের নিজের বাড়িতেই আছেন তিনি। এর আগে শুয়াইকে চীনে আয়োজিত একটি প্রতিযোগিতায় দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে।
গত কয়েক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন শুয়াই। তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক টেনিস মহলে। শুয়াইকে রোববার একটি জুনিয়র টেনিস প্রতিযোগিতার ফাইনালে দেখা যায়। তিনি অতিথিদের মধ্যে ছিলেন। নীল জ্যাকেট এবং সাদা প্যান্ট পরিহিত ছিলেন শুয়াই। সেই ছবি দেখিয়ে চীনের পক্ষ থেকে দাবি করার চেষ্টা চলছে, শুয়াই নিখোঁজ হননি। তবে সেই ছবি দেখেও মেয়েদের পেশাদার টেনিস সংস্থা ডব্লিউটিএ চিন্তামুক্ত হতে পারেনি তখনো।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৪ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৪ ঘণ্টা আগে