নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হঠাৎ দেখলে মনে হবে কাবাডি খেলা। একেক দলে ছয়জন করে খেলোয়াড়। তবে খেলাটা যে কাবাডি নয় সে ভুল ভাঙবে রেফারির বাঁশি শোনার পর। বাঁশি শোনামাত্রই প্রতি দলের তিনজন করে খেলোয়াড় বল ছুড়তে শুরু করেন প্রতিপক্ষের দিকে। বল গায়ে লাগলেই সর্বনাশ! খেলার নাম ডজবল। খেলাটা বাংলাদেশে একেবারেই অচেনা।
ডজবলের সূচনা
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে ডজবলের জন্ম। শুরুতে মার্কিনিরা শখের বশে খেললেও ধীরে ধীরে এটি রূপ নেয় ‘সিরিয়াস গেমে’। পেশাদারির মোড়কেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিশ্বে। ২০০৪ সালে ইংল্যান্ডের টম হিকিনস ওয়ার্ল্ড ডজবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরই ডজবলের বিস্তার বাড়ে উল্লেখযোগ্য হারে। ২০১২ থেকে হচ্ছে এটির বিশ্বকাপ। ২০১৯ সালে এটির স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকেও। প্রতিবছর ২৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ডজবল দিবস। খেলাটা নিয়ে হলিউডে সিনেমা পর্যন্ত হয়েছে।
বাংলাদেশে ডজবল
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার পরই ক্রমেই বাড়ছে ডজবলের জনপ্রিয়তা। আফ্রিকা মহাদেশের ১৫, এশিয়ার ১৬, ইউরোপের ২৩, লাতিন আমেরিকার ৮, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৬টি দেশ ডজবল খেলছে। যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। ২৭ মে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নতুন এই খেলা সম্পর্কে কর্মশালা হয়েছে। সাংবাদিকদের প্রদর্শনী ম্যাচও দেখানো হয়েছে। আগামী জুনে প্রথমবারের মতো জাতীয় নারী ও পুরুষ লিগ আয়োজন করতে চায় ডজবল ফেডারেশন।
খেলার নিয়ম
ডজবলের কোর্ট দৈর্ঘ্যে ৫০ ফুট ও প্রস্থে ২৫ ফুট। আড়াআড়ি ২০ ফুট করে কোর্টের মোট ৪০ ফুট দুই দলের খেলোয়াড়েরা ব্যবহার করেন। মাঝের ১০ ফুটকে বলা হয় ‘নিউট্রাল জোন’ বা নিরপেক্ষ অঞ্চল। ডজবল অনেকটা কাবাডি, হ্যান্ডবল আর ক্রিকেটের মিশ্রণ। দুই দলে ১০ জন করে খেলোয়াড় থাকেন। দুই দলের ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় থাকেন কোর্টে। রেফারির প্রথম বাঁশির পর প্রতি দলের দুজন খেলোয়াড় তিনটি করে বল নিউট্রাল জোনের দুপাশে রেখে দেন।
রেফারি দ্বিতীয় বাঁশি বাজালেই খেলোয়াড়েরা বলের দিকে ছুটে যান। বল হাতে নিয়ে শুরু করেন প্রতিপক্ষের দিকে ছুড়ে মারা। ধেয়ে আসা বল হাত দিয়ে ফেরাতে পারলে কিংবা ধরে ফেলতে পারলেই প্রতিপক্ষের খেলোয়াড় ডেড বা আউট হবেন। আর সেই বল যদি কোনোভাবে খেলোয়াড়ের গায়ের যেকোনো অংশে স্পর্শ করে তাহলে সেই খেলোয়াড় ডেড বা আউট হবেন। এভাবে একটা দলের ছয় খেলোয়াড় ডেড বা আউট হলে প্রতিপক্ষ পাবে ১ পয়েন্ট। বিরতিসহ ২০–২০, মোট ৪০ মিনিটের খেলা। খেলা শেষে যাদের পয়েন্ট বেশি তারাই হবে জয়ী।
ঢাকা: হঠাৎ দেখলে মনে হবে কাবাডি খেলা। একেক দলে ছয়জন করে খেলোয়াড়। তবে খেলাটা যে কাবাডি নয় সে ভুল ভাঙবে রেফারির বাঁশি শোনার পর। বাঁশি শোনামাত্রই প্রতি দলের তিনজন করে খেলোয়াড় বল ছুড়তে শুরু করেন প্রতিপক্ষের দিকে। বল গায়ে লাগলেই সর্বনাশ! খেলার নাম ডজবল। খেলাটা বাংলাদেশে একেবারেই অচেনা।
ডজবলের সূচনা
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে ডজবলের জন্ম। শুরুতে মার্কিনিরা শখের বশে খেললেও ধীরে ধীরে এটি রূপ নেয় ‘সিরিয়াস গেমে’। পেশাদারির মোড়কেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিশ্বে। ২০০৪ সালে ইংল্যান্ডের টম হিকিনস ওয়ার্ল্ড ডজবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরই ডজবলের বিস্তার বাড়ে উল্লেখযোগ্য হারে। ২০১২ থেকে হচ্ছে এটির বিশ্বকাপ। ২০১৯ সালে এটির স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকেও। প্রতিবছর ২৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ডজবল দিবস। খেলাটা নিয়ে হলিউডে সিনেমা পর্যন্ত হয়েছে।
বাংলাদেশে ডজবল
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার পরই ক্রমেই বাড়ছে ডজবলের জনপ্রিয়তা। আফ্রিকা মহাদেশের ১৫, এশিয়ার ১৬, ইউরোপের ২৩, লাতিন আমেরিকার ৮, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৬টি দেশ ডজবল খেলছে। যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। ২৭ মে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নতুন এই খেলা সম্পর্কে কর্মশালা হয়েছে। সাংবাদিকদের প্রদর্শনী ম্যাচও দেখানো হয়েছে। আগামী জুনে প্রথমবারের মতো জাতীয় নারী ও পুরুষ লিগ আয়োজন করতে চায় ডজবল ফেডারেশন।
খেলার নিয়ম
ডজবলের কোর্ট দৈর্ঘ্যে ৫০ ফুট ও প্রস্থে ২৫ ফুট। আড়াআড়ি ২০ ফুট করে কোর্টের মোট ৪০ ফুট দুই দলের খেলোয়াড়েরা ব্যবহার করেন। মাঝের ১০ ফুটকে বলা হয় ‘নিউট্রাল জোন’ বা নিরপেক্ষ অঞ্চল। ডজবল অনেকটা কাবাডি, হ্যান্ডবল আর ক্রিকেটের মিশ্রণ। দুই দলে ১০ জন করে খেলোয়াড় থাকেন। দুই দলের ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় থাকেন কোর্টে। রেফারির প্রথম বাঁশির পর প্রতি দলের দুজন খেলোয়াড় তিনটি করে বল নিউট্রাল জোনের দুপাশে রেখে দেন।
রেফারি দ্বিতীয় বাঁশি বাজালেই খেলোয়াড়েরা বলের দিকে ছুটে যান। বল হাতে নিয়ে শুরু করেন প্রতিপক্ষের দিকে ছুড়ে মারা। ধেয়ে আসা বল হাত দিয়ে ফেরাতে পারলে কিংবা ধরে ফেলতে পারলেই প্রতিপক্ষের খেলোয়াড় ডেড বা আউট হবেন। আর সেই বল যদি কোনোভাবে খেলোয়াড়ের গায়ের যেকোনো অংশে স্পর্শ করে তাহলে সেই খেলোয়াড় ডেড বা আউট হবেন। এভাবে একটা দলের ছয় খেলোয়াড় ডেড বা আউট হলে প্রতিপক্ষ পাবে ১ পয়েন্ট। বিরতিসহ ২০–২০, মোট ৪০ মিনিটের খেলা। খেলা শেষে যাদের পয়েন্ট বেশি তারাই হবে জয়ী।
ঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২৩ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগেহতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
২ ঘণ্টা আগে