ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে নোভাক জোকোভিচের। টোকিও অলিম্পিকে টেনিসের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে গেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই। এ হারে গোল্ডেন স্লামের সঙ্গে ক্যালেন্ডার ইয়ার গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার।
টেনিসের পুরুষ এককের সিঙ্গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে জোকাভিচের প্রতিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ। কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে সরাসরি ৬-২, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা জোকোভিচ এদিনও শুরু করেছিলেন দাপটের সঙ্গেই। প্রথম সেটে জোকারের জয় ৬-১ গেমে।
প্রথম সেটে সার্বিয়ান তারকা জোকোভিচের একচ্ছত্র দাপটের পরও দমে যাননি জভেরেভ। দ্বিতীয় সেটে জোকারকে চাপে ফেলে ম্যাচে ফেরেন ২৪ বছর বয়সী এই জার্মান তারকা। ৬-৩ গেমে সেট জিতে লড়াই জমিয়ে তোলেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও আগের সেটের দাপট ধরে রাখেন জভেরেভ।
৬-১ গেমে শেষ সেটে জোকোভিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এই জভেরেভ। ২০০৮ বেইজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয় ছিল জোকারের অলিম্পিকের সেরা অর্জনও। সেমিফাইনালে হেরে এবারও জোকারের সামনে থাকল ব্রোঞ্জ জয়ের সুযোগ।
অলিম্পিকে গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে নোভাক জোকোভিচের। টোকিও অলিম্পিকে টেনিসের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে গেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই। এ হারে গোল্ডেন স্লামের সঙ্গে ক্যালেন্ডার ইয়ার গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার।
টেনিসের পুরুষ এককের সিঙ্গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে জোকাভিচের প্রতিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ। কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে সরাসরি ৬-২, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা জোকোভিচ এদিনও শুরু করেছিলেন দাপটের সঙ্গেই। প্রথম সেটে জোকারের জয় ৬-১ গেমে।
প্রথম সেটে সার্বিয়ান তারকা জোকোভিচের একচ্ছত্র দাপটের পরও দমে যাননি জভেরেভ। দ্বিতীয় সেটে জোকারকে চাপে ফেলে ম্যাচে ফেরেন ২৪ বছর বয়সী এই জার্মান তারকা। ৬-৩ গেমে সেট জিতে লড়াই জমিয়ে তোলেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও আগের সেটের দাপট ধরে রাখেন জভেরেভ।
৬-১ গেমে শেষ সেটে জোকোভিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এই জভেরেভ। ২০০৮ বেইজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয় ছিল জোকারের অলিম্পিকের সেরা অর্জনও। সেমিফাইনালে হেরে এবারও জোকারের সামনে থাকল ব্রোঞ্জ জয়ের সুযোগ।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৮ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৯ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৯ ঘণ্টা আগে