নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুবার বাংলাদেশে এসেছেন লন্ডন প্রবাসী জুবায়ের আহমেদের কন্যা জুনাইনা আহমেদ। প্রতিবারই লন্ডন ফিরেছেন গলা ভর্তি মেডেল নিয়ে। বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। এবার সেই জুনাইনার পা পড়ছে টোকিও অলিম্পিকের মঞ্চেও।
সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে সর্বোচ্চ আট সোনা জিতেছিলেন নারী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। আরেক সাঁতারু সোনিয়া খাতুনের অর্জনও কম ছিল না, তাঁর গলায় ঝুলেছে সাত সোনা। তবে দুই সোনিয়াকে টপকে গেছেন জুনাইনা। ২০১৯ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়েছে সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা।
বাংলাদেশকে অবশ্য আরও একটি ‘ওয়াইল্ড কার্ড’ দেওয়া হবে। তবে সেটি পাবেন আরিফুল ইসলাম অথবা জুয়েল আহমেদের মধ্যে যেকোনো একজন। বাংলাদেশের দুই সাঁতারুই খেলবেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। জুয়েল এই ইভেন্টে না খেলায় আরিফুল এক প্রকার পা দিয়ে রেখেছেন অলিম্পিকের মঞ্চে। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে ফ্রান্সে বিশেষ স্কলারশিপ পেয়েছেন আরিফ। সেই স্কলারশিপই মূলত ভাগ্য খুলে দেবে তাঁর।
গত মাসে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নৌবাহিনীর আসিফ রেজা। যেখানে নিজেই ভেঙ্গেছেন নিজের রেকর্ড। সুযোগ থাকলে তাঁকেই টোকিও পাঠানোর ইচ্ছা ছিল সাঁতার ফেডারেশনের, ফিনার কারণে সেটা আর হচ্ছে না। ফিনার ইচ্ছাতেই দুই সোনিয়ার কপাল পুড়ছে বলে জানালেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি বলেন, ‘সাঁতার আর অ্যাথলেটিক্সের অলিম্পিক বাছাই কিন্তু আইওএর মাধ্যমে হয় না। আমাদের হাতে থাকলে আমরা আসিফকেই সুযোগ দিতাম।’
জিমন্যাস্ট সাইফ সিজারের পর দ্বিতীয় প্রবাসী বাংলাদেশি হিসেবে অলিম্পিকে অংশ নেবেন জুনাইনা। ২০১৯ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন নয় সোনা। ২০১৭ সালে ১০টি।
বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন আর্চার রোমান সানা। বাকীরা খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’র মাধ্যমে। প্রথম প্রবাসী হিসেবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন জিমন্যাস্ট সাইক সিজার।
বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেতে আবেদন করেছে কারাতে, বক্সিং ও ভারত্তোলন। এই তিন ফেডারেশনের ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুটিং থেকে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা আছে শুটার আব্দুল্লা হেল বাকীর।
ঢাকা: দুবার বাংলাদেশে এসেছেন লন্ডন প্রবাসী জুবায়ের আহমেদের কন্যা জুনাইনা আহমেদ। প্রতিবারই লন্ডন ফিরেছেন গলা ভর্তি মেডেল নিয়ে। বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। এবার সেই জুনাইনার পা পড়ছে টোকিও অলিম্পিকের মঞ্চেও।
সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে সর্বোচ্চ আট সোনা জিতেছিলেন নারী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। আরেক সাঁতারু সোনিয়া খাতুনের অর্জনও কম ছিল না, তাঁর গলায় ঝুলেছে সাত সোনা। তবে দুই সোনিয়াকে টপকে গেছেন জুনাইনা। ২০১৯ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়েছে সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা।
বাংলাদেশকে অবশ্য আরও একটি ‘ওয়াইল্ড কার্ড’ দেওয়া হবে। তবে সেটি পাবেন আরিফুল ইসলাম অথবা জুয়েল আহমেদের মধ্যে যেকোনো একজন। বাংলাদেশের দুই সাঁতারুই খেলবেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। জুয়েল এই ইভেন্টে না খেলায় আরিফুল এক প্রকার পা দিয়ে রেখেছেন অলিম্পিকের মঞ্চে। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে ফ্রান্সে বিশেষ স্কলারশিপ পেয়েছেন আরিফ। সেই স্কলারশিপই মূলত ভাগ্য খুলে দেবে তাঁর।
গত মাসে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নৌবাহিনীর আসিফ রেজা। যেখানে নিজেই ভেঙ্গেছেন নিজের রেকর্ড। সুযোগ থাকলে তাঁকেই টোকিও পাঠানোর ইচ্ছা ছিল সাঁতার ফেডারেশনের, ফিনার কারণে সেটা আর হচ্ছে না। ফিনার ইচ্ছাতেই দুই সোনিয়ার কপাল পুড়ছে বলে জানালেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি বলেন, ‘সাঁতার আর অ্যাথলেটিক্সের অলিম্পিক বাছাই কিন্তু আইওএর মাধ্যমে হয় না। আমাদের হাতে থাকলে আমরা আসিফকেই সুযোগ দিতাম।’
জিমন্যাস্ট সাইফ সিজারের পর দ্বিতীয় প্রবাসী বাংলাদেশি হিসেবে অলিম্পিকে অংশ নেবেন জুনাইনা। ২০১৯ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন নয় সোনা। ২০১৭ সালে ১০টি।
বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন আর্চার রোমান সানা। বাকীরা খেলবেন ‘ওয়াইল্ড কার্ড’র মাধ্যমে। প্রথম প্রবাসী হিসেবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন জিমন্যাস্ট সাইক সিজার।
বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেতে আবেদন করেছে কারাতে, বক্সিং ও ভারত্তোলন। এই তিন ফেডারেশনের ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুটিং থেকে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার সম্ভাবনা আছে শুটার আব্দুল্লা হেল বাকীর।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৮ মিনিট আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগে