ক্রীড়া ডেস্ক
আরেকটি বড় আর্থিক ধাক্কার সামনে বার্সেলোনা। কাতালান ক্লাবটিকে ১৫.৭ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা জরিমানা করেছে স্পেনের কর কর্তৃপক্ষ। খেলোয়াড়দের অর্থ পরিশোধের অনিয়মের দায়ে এই মোটা অঙ্কের জরিমানার শাস্তি পাচ্ছে বার্সা।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে ফুটবল এস্পানা জানিয়েছে, কর কর্তৃপক্ষের কাছে বার্সা তাদের বেশ কিছু খরচের সঠিক বিবরণ দিতে ব্যর্থ হয়েছে্। সাবেক দুই খেলোয়াড় আর্দা তুরান ও আলেক্সান্দার সং যখন ক্যাম্প ন্যু ছাড়েন তখন তাদের অপ্রয়োজনীয় প্যাকেজের হিসেবেও দিয়েছে বার্সা।
বার্সা তাদের খেলোয়াড়দের চার্টার্ড ফ্লাইটের খরচের সুস্পষ্ট বিবরণ দিতেও ব্যর্থ হয়। এমনকি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অডি গাড়ি ধার দেওয়ার খরচও প্রকাশ করেনি। তারা তুরানের সঙ্গে চুক্তি বাতিলের সঠিক হিসেব দেখায়নি। যার আর্থিক পরিমাণ ১.৩১২ মিলিয়ন ইউরো। এছাড়া সংয়ের চুক্তির ৩.৫ মিলিয়ন ইউরোর চুক্তির ক্ষেত্রেও হিসেব দেখাতে পারেনি বার্সা।
সাম্প্রতিক সময়ে একের পর এক আর্থিক সমস্যার মধ্যে থাকা কাতালান জায়ান্টদের জন্য এটি আরেকটি বড় ধাক্কা বটে। কয়েকদিন আগে সাবেক রেফারি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে আর্থিক ঘুষ দেওয়ার অভিযোগ থেকে এখনো মুক্তি পায়নি তারা।
আরেকটি বড় আর্থিক ধাক্কার সামনে বার্সেলোনা। কাতালান ক্লাবটিকে ১৫.৭ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা জরিমানা করেছে স্পেনের কর কর্তৃপক্ষ। খেলোয়াড়দের অর্থ পরিশোধের অনিয়মের দায়ে এই মোটা অঙ্কের জরিমানার শাস্তি পাচ্ছে বার্সা।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে ফুটবল এস্পানা জানিয়েছে, কর কর্তৃপক্ষের কাছে বার্সা তাদের বেশ কিছু খরচের সঠিক বিবরণ দিতে ব্যর্থ হয়েছে্। সাবেক দুই খেলোয়াড় আর্দা তুরান ও আলেক্সান্দার সং যখন ক্যাম্প ন্যু ছাড়েন তখন তাদের অপ্রয়োজনীয় প্যাকেজের হিসেবেও দিয়েছে বার্সা।
বার্সা তাদের খেলোয়াড়দের চার্টার্ড ফ্লাইটের খরচের সুস্পষ্ট বিবরণ দিতেও ব্যর্থ হয়। এমনকি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অডি গাড়ি ধার দেওয়ার খরচও প্রকাশ করেনি। তারা তুরানের সঙ্গে চুক্তি বাতিলের সঠিক হিসেব দেখায়নি। যার আর্থিক পরিমাণ ১.৩১২ মিলিয়ন ইউরো। এছাড়া সংয়ের চুক্তির ৩.৫ মিলিয়ন ইউরোর চুক্তির ক্ষেত্রেও হিসেব দেখাতে পারেনি বার্সা।
সাম্প্রতিক সময়ে একের পর এক আর্থিক সমস্যার মধ্যে থাকা কাতালান জায়ান্টদের জন্য এটি আরেকটি বড় ধাক্কা বটে। কয়েকদিন আগে সাবেক রেফারি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে আর্থিক ঘুষ দেওয়ার অভিযোগ থেকে এখনো মুক্তি পায়নি তারা।
পাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
৩৭ মিনিট আগেসিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১২ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে