ক্রীড়া ডেস্ক
সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ মিলেছে হাতেগোনা কজনের। এ তালিকায় সবার ওপরে থাকার কথা আনহেল দি মারিয়ার।
রোনালদোকে ক্লাব সতীর্থ (রিয়াল মাদ্রিদে) হিসেবে পেলেও মেসিকে দীর্ঘ দিন পেয়েছেন শুধু জাতীয় দল আর্জেন্টিনার সতীর্থ হিসেবে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসায় তাঁরা এখন ক্লাব সতীর্থও।
এবার দি মারিয়ার মতো একই অভিজ্ঞতা হয়েছে আশারাফ হাকিমিরও। মাত্র ৩ বছরের ব্যবধানে রোনালদো-মেসি দুই নক্ষত্রকেই সতীর্থ হিসেবে পেয়েছেন ২২ বছর বয়সী মরোক্কান ডিফেন্ডার।
শুধু কি তাই? আরও দুই তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেও তো হাকিমির পিএসজি সতীর্থ। সেরাদের সঙ্গে খেলার সৌভাগ্য কজনেরই বা হয়?
তবে মেসিকে সতীর্থ হিসেবে পেয়েই সবচেয়ে বেশি রোমাঞ্চিত হাকিমি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেওয়া সাক্ষাৎকারে এটিকে তিনি স্বপ্ন সার্থক হওয়ার মতো ব্যাপার বলেছেন, ‘ক্লাব ক্যারিয়ারে আমি অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। শুধু মেসির সঙ্গে খেলা বাকি ছিল। অবশেষে সে সুযোগ হয়েছে। এত ভালো একজন ফুটবলারের সান্নিধ্যে আসতে পেরে আমি সত্যিই গর্বিত। এটা স্বপ্নপূরণের মতো।’
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন হাকিমি। ২০১৮ রাশিয়ার বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর আগ পর্যন্ত তাঁরা ছিলেন সতীর্থ। একই বছর হাকিমিও ধারে খেলতে যান জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে তিন মৌসুম কাটিয়ে পাড়ি জমান ইতালিতে। গত মৌসুমে ইন্টার মিলানের সিরি ‘আ’-এর শিরোপা (স্কুদেত্তো) জয়ে রাখেন দারুণ অবদান। সে সুবাদেই নজরে আসেন পিএসজির।
নতুন মৌসুমে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাকিমিকে প্যারিসের ক্লাবটিতে আনেন সভাপতি নাসের আল খেলাইফি। ফ্রি এজেন্ট হিসেবে আসেন মেসিও। তাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের সুযোগ পেয়ে যান হাকিমি।
মেসির ক্যারিয়ার অসাধারণ সব অর্জনে পরিপূর্ণ। এরপরও সতীর্থদের সঙ্গে খুব সহজে মিশে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেটা অবাক করেছে হাকিমিকে, ‘তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সহজ। মাঠে আমি তাকে বল দিলে খুব ভালোভাবেই ফেরত দেয়। ওর আচরণে অবাক হয়েছি। সরল এবং শান্ত একজন মানুষ।’
হাকিমি জানালেন, নিজের উন্নতির জন্য মেসিকে অনুসরণ করতে চান তিনি, ‘উন্নতির জন্য মেসি অনুশীলনে কী করে, সেদিকে মনোযোগ দেব। এটা দল এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমরা সবাই একই ভাষায় কথা বলি। ধীরে ধীরে একে-অন্যকে জানছি।’
সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ মিলেছে হাতেগোনা কজনের। এ তালিকায় সবার ওপরে থাকার কথা আনহেল দি মারিয়ার।
রোনালদোকে ক্লাব সতীর্থ (রিয়াল মাদ্রিদে) হিসেবে পেলেও মেসিকে দীর্ঘ দিন পেয়েছেন শুধু জাতীয় দল আর্জেন্টিনার সতীর্থ হিসেবে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসায় তাঁরা এখন ক্লাব সতীর্থও।
এবার দি মারিয়ার মতো একই অভিজ্ঞতা হয়েছে আশারাফ হাকিমিরও। মাত্র ৩ বছরের ব্যবধানে রোনালদো-মেসি দুই নক্ষত্রকেই সতীর্থ হিসেবে পেয়েছেন ২২ বছর বয়সী মরোক্কান ডিফেন্ডার।
শুধু কি তাই? আরও দুই তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেও তো হাকিমির পিএসজি সতীর্থ। সেরাদের সঙ্গে খেলার সৌভাগ্য কজনেরই বা হয়?
তবে মেসিকে সতীর্থ হিসেবে পেয়েই সবচেয়ে বেশি রোমাঞ্চিত হাকিমি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেওয়া সাক্ষাৎকারে এটিকে তিনি স্বপ্ন সার্থক হওয়ার মতো ব্যাপার বলেছেন, ‘ক্লাব ক্যারিয়ারে আমি অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। শুধু মেসির সঙ্গে খেলা বাকি ছিল। অবশেষে সে সুযোগ হয়েছে। এত ভালো একজন ফুটবলারের সান্নিধ্যে আসতে পেরে আমি সত্যিই গর্বিত। এটা স্বপ্নপূরণের মতো।’
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন হাকিমি। ২০১৮ রাশিয়ার বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর আগ পর্যন্ত তাঁরা ছিলেন সতীর্থ। একই বছর হাকিমিও ধারে খেলতে যান জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে তিন মৌসুম কাটিয়ে পাড়ি জমান ইতালিতে। গত মৌসুমে ইন্টার মিলানের সিরি ‘আ’-এর শিরোপা (স্কুদেত্তো) জয়ে রাখেন দারুণ অবদান। সে সুবাদেই নজরে আসেন পিএসজির।
নতুন মৌসুমে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাকিমিকে প্যারিসের ক্লাবটিতে আনেন সভাপতি নাসের আল খেলাইফি। ফ্রি এজেন্ট হিসেবে আসেন মেসিও। তাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের সুযোগ পেয়ে যান হাকিমি।
মেসির ক্যারিয়ার অসাধারণ সব অর্জনে পরিপূর্ণ। এরপরও সতীর্থদের সঙ্গে খুব সহজে মিশে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেটা অবাক করেছে হাকিমিকে, ‘তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সহজ। মাঠে আমি তাকে বল দিলে খুব ভালোভাবেই ফেরত দেয়। ওর আচরণে অবাক হয়েছি। সরল এবং শান্ত একজন মানুষ।’
হাকিমি জানালেন, নিজের উন্নতির জন্য মেসিকে অনুসরণ করতে চান তিনি, ‘উন্নতির জন্য মেসি অনুশীলনে কী করে, সেদিকে মনোযোগ দেব। এটা দল এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমরা সবাই একই ভাষায় কথা বলি। ধীরে ধীরে একে-অন্যকে জানছি।’
হতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
৩৩ মিনিট আগেসময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
২ ঘণ্টা আগে