ক্রীড়া ডেস্ক
গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।
বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে।
মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি উদযাপনেও বাবা মেসির সঙ্গে মিল পাওয়া গেছে মাতেওর। একটা গোলের পর দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছে মাতেও। মেজ ছেলের এই উদযাপন (উড়ন্ত চুমু ছোড়া) বলতে গেলে পুরোপুরি মেসির মতোই। আর্জেন্টাইন তারকা ফুটবলারকেও এমন উদযাপন করতে দেখা যায় বারবার।
মেসির ছেলেদের এমন দুর্দান্ত পারফরম্যান্স যে এবারই প্রথম ভাইরাল হয়েছে, ব্যাপারটা তা নয়। এ মাসের শুরুতে মেসির বড় ছেলে থিয়াগো দুর্দান্ত এক গোল করে জিতিয়েছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে। সেই ম্যাচটি ছিল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ।
গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।
বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে।
মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি উদযাপনেও বাবা মেসির সঙ্গে মিল পাওয়া গেছে মাতেওর। একটা গোলের পর দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছে মাতেও। মেজ ছেলের এই উদযাপন (উড়ন্ত চুমু ছোড়া) বলতে গেলে পুরোপুরি মেসির মতোই। আর্জেন্টাইন তারকা ফুটবলারকেও এমন উদযাপন করতে দেখা যায় বারবার।
মেসির ছেলেদের এমন দুর্দান্ত পারফরম্যান্স যে এবারই প্রথম ভাইরাল হয়েছে, ব্যাপারটা তা নয়। এ মাসের শুরুতে মেসির বড় ছেলে থিয়াগো দুর্দান্ত এক গোল করে জিতিয়েছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে। সেই ম্যাচটি ছিল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ।
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
১৪ মিনিট আগেমূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১৩ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৪ ঘণ্টা আগে