ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগেই থিয়েরি অঁরিকে পিছু করছিলেন অলিভিয়ার জিরু। জিরু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছুয়েও ফেললেন অঁরিকে। ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন অঁরি ও জিরু।
গতকাল ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফ্রান্সের হয়ে জিরুর গোল ছিল ৪৯। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়েন র্যাবিওর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে গোলের ফিফটি পূরণ করেন জিরু। এরপর ৭১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে গোল করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে যৌথভাবে শীর্ষ গোলদাতা হলেন জিরু। ১১৫ ম্যাচে ৫১ গোল করে অঁরির পাশে বসলেন ফরাসি এই স্ট্রাইকার। অরি ১২৩ ম্যাচ খেলে করেছেন ৫১ গোল।
জিরুর রেকর্ডের রাতে বড় জয় পেয়েছে ফ্রান্সও। অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের শুভসূচনা হয়েছে এই বিশ্বকাপে।
ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা:
১। অলিভিয়ার জিরু: ৫১ গোল (১১৫ ম্যাচ)
১। থিয়েরি অঁরি: ৫১ গোল (১২৩ ম্যাচ)
২। আঁতোয়া গ্রিজমান: ৪২ গোল (১১১ ম্যাচ)
৩। মিশেল প্লাতিনি: ৪১ গোল (৭২ ম্যাচ)
৪। করিম বেনজেমা: ৩৭ গোল (৯৭ ম্যাচ)
বিশ্বকাপ শুরুর আগেই থিয়েরি অঁরিকে পিছু করছিলেন অলিভিয়ার জিরু। জিরু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছুয়েও ফেললেন অঁরিকে। ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন অঁরি ও জিরু।
গতকাল ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফ্রান্সের হয়ে জিরুর গোল ছিল ৪৯। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়েন র্যাবিওর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে গোলের ফিফটি পূরণ করেন জিরু। এরপর ৭১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে গোল করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে যৌথভাবে শীর্ষ গোলদাতা হলেন জিরু। ১১৫ ম্যাচে ৫১ গোল করে অঁরির পাশে বসলেন ফরাসি এই স্ট্রাইকার। অরি ১২৩ ম্যাচ খেলে করেছেন ৫১ গোল।
জিরুর রেকর্ডের রাতে বড় জয় পেয়েছে ফ্রান্সও। অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের শুভসূচনা হয়েছে এই বিশ্বকাপে।
ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা:
১। অলিভিয়ার জিরু: ৫১ গোল (১১৫ ম্যাচ)
১। থিয়েরি অঁরি: ৫১ গোল (১২৩ ম্যাচ)
২। আঁতোয়া গ্রিজমান: ৪২ গোল (১১১ ম্যাচ)
৩। মিশেল প্লাতিনি: ৪১ গোল (৭২ ম্যাচ)
৪। করিম বেনজেমা: ৩৭ গোল (৯৭ ম্যাচ)
ট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
৮ মিনিট আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১২ ঘণ্টা আগে