ক্রীড়া ডেস্ক
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১০ মিনিট আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৪ ঘণ্টা আগে