ক্রীড়া ডেস্ক
গত পরশু ছিল কাতার বনাম ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলাটা উপভোগ করতে এসেছিলেন একদল জাপানি দর্শক। কাতার কিংবা ইকুয়েডর—কোনো দলেরই সমর্থক নন এই জাপানিরা, তবু সেই ম্যাচের পর আলোচনায় তাঁরা।
উদ্বোধনী ম্যাচের পর অন্য সব দর্শক চলে গেলেও থেকে গিয়েছিলেন গুটি কয়েক জাপানি দর্শক। ম্যাচজুড়ে স্টেডিয়ামে অন্য দর্শকদের ফেলে যাওয়া পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট কুড়িয়েছেন সেই জাপানিরা। শুধু কয়েকজন মিলেই মোটামুটি পরিষ্কার করেছেন স্টেডিয়ামের গ্যালারি। জাপানিদের কুড়িয়ে পাওয়া ময়লার মধ্যে ছিল কাতারের পতাকাও!
জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।
আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।’ দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।’
জাপানিদের পরিচ্ছন্নতার অভ্যাস এমন নতুন কিছু নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বেশ প্রশংসিত হয়েছিলেন জাপানি দর্শকেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
গত পরশু ছিল কাতার বনাম ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলাটা উপভোগ করতে এসেছিলেন একদল জাপানি দর্শক। কাতার কিংবা ইকুয়েডর—কোনো দলেরই সমর্থক নন এই জাপানিরা, তবু সেই ম্যাচের পর আলোচনায় তাঁরা।
উদ্বোধনী ম্যাচের পর অন্য সব দর্শক চলে গেলেও থেকে গিয়েছিলেন গুটি কয়েক জাপানি দর্শক। ম্যাচজুড়ে স্টেডিয়ামে অন্য দর্শকদের ফেলে যাওয়া পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট কুড়িয়েছেন সেই জাপানিরা। শুধু কয়েকজন মিলেই মোটামুটি পরিষ্কার করেছেন স্টেডিয়ামের গ্যালারি। জাপানিদের কুড়িয়ে পাওয়া ময়লার মধ্যে ছিল কাতারের পতাকাও!
জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।
আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।’ দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।’
জাপানিদের পরিচ্ছন্নতার অভ্যাস এমন নতুন কিছু নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বেশ প্রশংসিত হয়েছিলেন জাপানি দর্শকেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
৩ মিনিট আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
৪১ মিনিট আগেসিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১২ ঘণ্টা আগে