ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে এভারটনের মাঠে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন হলুদ কার্ড।
ব্যক্তিগত-দলীয় পারফরম্যান্সে অসন্তুষ্ট রোনালদোর মেজাজ বিগড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এ অবস্থায় ম্যানইউ প্রাণভোমরার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল জ্যাকব হার্ডিং নামে এক প্রতিবন্ধী কিশোর। তবে টানেলে ঢোকার আগমুহূর্তে হার্ডিংয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন রোনালদো।
এ ঘটনায় রোনালদোকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। অবস্থা বেগতিক দেখে সামাজিক মাধ্যমে হার্ডিংয়ের কাছে ক্ষমা চান তিনি। ১৪ বছর বয়সী কিশোরকে নতুন ফোন কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। সঙ্গে ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।
তবে রোনালদোর কথায় মন গলেনি হার্ডিংয়ের পরিবারের। পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তার মা। ৪ মাস তদন্ত শেষে সেই মামলার নিষ্পত্তি করেছে মার্সেসাইড পুলিশ। রোনালদোকে সতর্ক করে তারা জানিয়েছে, এমন ঘটনা আবার ঘটলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে মার্সেসাইড পুলিশ বিবৃতিতে লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী এক ব্যক্তি বুধবার (গতকাল) স্বেচ্ছায় থানায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। মামলাটি এখানেই সমাপ্ত।’
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে এভারটনের মাঠে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন হলুদ কার্ড।
ব্যক্তিগত-দলীয় পারফরম্যান্সে অসন্তুষ্ট রোনালদোর মেজাজ বিগড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এ অবস্থায় ম্যানইউ প্রাণভোমরার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল জ্যাকব হার্ডিং নামে এক প্রতিবন্ধী কিশোর। তবে টানেলে ঢোকার আগমুহূর্তে হার্ডিংয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন রোনালদো।
এ ঘটনায় রোনালদোকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। অবস্থা বেগতিক দেখে সামাজিক মাধ্যমে হার্ডিংয়ের কাছে ক্ষমা চান তিনি। ১৪ বছর বয়সী কিশোরকে নতুন ফোন কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। সঙ্গে ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।
তবে রোনালদোর কথায় মন গলেনি হার্ডিংয়ের পরিবারের। পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তার মা। ৪ মাস তদন্ত শেষে সেই মামলার নিষ্পত্তি করেছে মার্সেসাইড পুলিশ। রোনালদোকে সতর্ক করে তারা জানিয়েছে, এমন ঘটনা আবার ঘটলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে মার্সেসাইড পুলিশ বিবৃতিতে লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী এক ব্যক্তি বুধবার (গতকাল) স্বেচ্ছায় থানায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। মামলাটি এখানেই সমাপ্ত।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১২ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১২ ঘণ্টা আগে