ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৮ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৯ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৩ ঘণ্টা আগে