ক্রীড়া ডেস্ক
শততম গোলের মাইলফলক অর্জন করা তো যেকোনো ফুটবলারেরই স্বপ্ন। তা সেটা নিজেরই হোক বা দলের-এমন রেকর্ড গড়তে চান সবাই। আর বিশ্বকাপে হলে তো তা হয়ে যায় ইতিহাস। গতকাল আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকা ম্যাচে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন দানি অলমো।
আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ১১ মিনিটেই গোলের দেখা পান অলমো। গাভির পাস থেকে দারুণ এক শটে দলের প্রথম গোল করেন অলমো। তাতে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়ে স্পেন। স্পেনের আগে বিশ্বকাপে গোলের সেঞ্চুরি করে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি এবং ফ্রান্স।
অলমোর পরে স্পেন এরপর গোল করেছে আরও ছয়টি। যেখানে গতকাল কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বিশ্বকাপে স্পেনের গোলসংখ্যা হলো ১০৬টি। ২২৯ গোল করে এই তালিকায় সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২২৭। বিশ্বকাপ ইতিহাসে ২০০ এর ওপরে গোল করা দল হচ্ছে এই ব্রাজিল, জার্মানি।
বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ গোল
১। ব্রাজিল-২২৯
২। জার্মানি-২২৭
৩। আর্জেন্টিনা-১৩৮
৪। ইতালি-১২৮
৫। ফ্রান্স-১২৪
৬। স্পেন-১০৬
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
শততম গোলের মাইলফলক অর্জন করা তো যেকোনো ফুটবলারেরই স্বপ্ন। তা সেটা নিজেরই হোক বা দলের-এমন রেকর্ড গড়তে চান সবাই। আর বিশ্বকাপে হলে তো তা হয়ে যায় ইতিহাস। গতকাল আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকা ম্যাচে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন দানি অলমো।
আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ১১ মিনিটেই গোলের দেখা পান অলমো। গাভির পাস থেকে দারুণ এক শটে দলের প্রথম গোল করেন অলমো। তাতে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়ে স্পেন। স্পেনের আগে বিশ্বকাপে গোলের সেঞ্চুরি করে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি এবং ফ্রান্স।
অলমোর পরে স্পেন এরপর গোল করেছে আরও ছয়টি। যেখানে গতকাল কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বিশ্বকাপে স্পেনের গোলসংখ্যা হলো ১০৬টি। ২২৯ গোল করে এই তালিকায় সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২২৭। বিশ্বকাপ ইতিহাসে ২০০ এর ওপরে গোল করা দল হচ্ছে এই ব্রাজিল, জার্মানি।
বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ গোল
১। ব্রাজিল-২২৯
২। জার্মানি-২২৭
৩। আর্জেন্টিনা-১৩৮
৪। ইতালি-১২৮
৫। ফ্রান্স-১২৪
৬। স্পেন-১০৬
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৯ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১০ ঘণ্টা আগে